কয়লা টার্মিনাল নির্মাণ প্রকল্প থেকে সরে এলো সরকার
পরিবেশ ও জলবায়ুর উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় পটুয়াখালীর পায়রা বন্দরে কয়লা টার্মিনাল নির্মাণ প্রকল্প থেকে সরে এসেছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) এই টার্মিনাল নির্মাণের কথা ছিল।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটি পিপিপি প্রকল্প তালিকা থেকে বাতিল করার প্রস্তাব অনুমোদন করেছে।
টার্মিনাল নির্মাণ বাতিল করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, পরিবেশগত কারণে সরকার এখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিরুৎসাহিত করছে।
'প্রাথমিকভাবে এই কয়লা টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও এখন মনে হচ্ছে, দীর্ঘমেয়াদে প্রকল্পটি অর্থনৈতিকভাবে লাভজনক হবে না'- জানান মন্ত্রী।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পায়রায় ইতোমধ্যে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দু'টি ইউনিট চালু হয়েছে। সেখানে কয়লা সরবরাহ করার জন্য দু'টি টার্মিনাল নির্মাণ করা হয়েছে। বাতিল করা টার্মিনালটি নির্মাণের প্রস্তাবে ২০১৪ সালের সেপ্টেম্বরে অনুমোদন দিয়েছিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২৮১৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে ১৮১ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় 'সাবরাং টুরিজম পার্ক' এর ভূমি উন্নয়নের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য ৩৮০ টাকা নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এছাড়াও ১৩৭ কোটি টাকা ব্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের পূর্ত কাজ, ১০২ কোটি টাকায় ৬ তলা বিশিষ্ট লাইব্রেরি ভবন নির্মাণ ও ১১৯ কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট একটি স্পোর্টস কমপ্লেক্স ভবন নির্মাণের পূর্ত কাজের অনুমোদন দিয়েছে কমিটি।