র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি কঠিন: মার্কিন আন্ডার সেক্রেটারি
র্যাবের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টি একটি কঠিন ইস্যু। তবে এটির সমাধানে আলাপ-আলোচনাসহ সকল ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
তবে গত তিন মাসে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পরিস্থিতির বেশ অগ্রগতি হয়েছে বলে তিনি মনে করেন।
আজ রোববার (২০ মার্চ) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অষ্টম 'অংশীদারিত্ব সংলাপ' শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন ভিক্টোরিয়া নুল্যান্ড।
এদিকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে র্যাবের ওপর নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, "গণতান্ত্রিক চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, শ্রম অধিকার এবং ধর্মীয় সম্প্রীতির মতো বিষয়েও আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় এবং ব্লু ইকোনমিতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আমরা গভীর আলোচনা করেছি।"