কক্সবাজার সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। রোববার (২০ মার্চ) দুপুরে ডলফিনটিকে স্থানীয়রা দেখতে পায় বলে জানান কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনসংরক্ষক কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম।
তবে মৃত ডলফিনটি কোন প্রজাতির এবং কী কারণে সেটির মৃত্যু হয়েছে- তা নিশ্চিত করতে পারেননি।
সরওয়ার আলম বলেন, "দুপুরে উখিয়ার পাটুয়ারটেক সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসতে দেখে স্থানীয়রা বনবিভাগের সংশ্লিষ্টদের খবর দেয়। খবর পেয়ে, বনবিভাগের কর্মকর্তা ও কর্মীদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় তারা একটি মৃত ডলফিনটিকে সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়।"
"ডলফিনটির শরীরে পঁচন ধরে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, দিন দুয়েক আগে এটির মৃত্যু হয়েছে।"
বিভাগীয় এ বনসংরক্ষক আরও বলেন, পঁচন ধরায় কোন প্রজাতির তা শনাক্ত করা সম্ভব হয়নি। রোববার বিকেলেই মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। তবে মৃত প্রাণীটির ছবি তোলা হয়েছে, যা দেখে এটির প্রজাতি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে উখিয়ার পাটুয়ারটেক সৈকতে ডলফিন ভেসে আসার খবরে সেটি দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়।
এর আগে শনিবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টের আধা-কিলোমিটার এলাকাজুড়ে জোয়ারের পানিতে ভেসে আসে বিপুল পরিমাণ মৃত মাছ।