জনসাধারণ সতর্ক না থাকলে কোভিড সংক্রমণ বাড়তে পারে: এনটিএসি
ইউরােপ ও এশিয়ার বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের উর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনসাধারণ সতর্ক না থাকলে দেশে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছে কোভিড-১৯-এর জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি (এনটিএসি)।
কমিটির সদস্যরা রোববার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত এনটিএসি-এর ৫৭তম সভায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের সুপারিশ করা হয় ।
যে সকল দেশে সংক্রমণের হার বেশি সে সকল দেশ থেকে বাংলাদেশে আগমণের ক্ষেত্রে ভ্যাকসিন প্রদান করা থাকলেও কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিত করা এব সকল বন্দরে জনগণের প্রবেশ পথে স্ক্রিনিং জোরদারকরণের পরামর্শ দিয়েছে কমিটি।
কোভিড-১৯ মােকাবেলায় হাসপাতাল সমূহকে সতর্ক করার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় হাসপাতাল সমূহের সাথে স্বাস্থ্য অধিদপ্তরকে সভা আয়ােজন করে এই বিষয়ক প্রয়ােজনীয় দিক নির্দেশনা দেওয়ার সুপারিশ করা হয়।
কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা আয়ােজন করে সকলকে কোভিড-১৯ নিয়ন্ত্রণে সতর্কাবস্থানে থাকার সুপারিশ করা হয়।
এছাড়া, সভায় জিনােম সিকোয়েন্সিং ও সার্ভেলিয়েন্স জোরদার করার সুপারিশ করেন কমিটির সদস্যরা।