বিমানে নিজের আসন নিজেই বাছাই করতে পারবেন যাত্রীরা
চলতি বছরের ১ জুন থেকে শুরু হতে যাচ্ছে অভ্যন্তরীণ রুটের বিমানের ওয়েব চেক-ইন। এর মাধ্যমে যাত্রীরা পছন্দমত নিজেদের আসন বাছাই করতে পারবেন।
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
ওয়েব চেক-ইনের মাধ্যমে আসন বাছাই করা ছাড়াও ডিজিটাল বোর্ডিং পাস বের করতে পারবেন যাত্রীরা। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।
বিমানের ওয়েবসাইটের ওয়েব চেক-ইন অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৩ ঘণ্টার মধ্যে ওয়েব চেক-ইন করা যাবে। তবে কোনো যাত্রী যদি ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা শেষ হওয়ার পর ফিরতি যাত্রার জন্য আবার ওয়েব চেক-ইন করতে হবে।
ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন শেষে প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাস বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে যাত্রীদেরকে।
এক্ষেত্রে, ফ্লাইট ছাড়ার অন্তত এক ঘণ্টা আগে বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে ব্যাগেজ জমা দিতে হবে এবং বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, ওয়েব চেক-ইন এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে।
অভ্যন্তরীণ রুটের পাশাপাশি চলতি বছরের ১ জুলাই থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক রুটেও ওয়েব চেক-ইন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।