চট্টগ্রামে পাহাড় ধসে ৪ জন নিহত
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় দুটি পাহাড় ধসের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৩ জন।
শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩ টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ খবর নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর।
আকবর শাহ থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জাহেদ জানান, ১ নং বরিশাল ঘোনায় নিহত দুইজন হলেন- শাহিনুর আক্তার (২৬), মাহিনুর আক্তার (২৪)। এ ঘটনায় আহত তাদের বাবা-মা কে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রাত ১ টার দিকে ভারী বর্ষণের কারণে পাহাড় ভেংগে পড়ে বলে জানান তিনি।
অন্যদিকে লেকসিটি বিজয় নগরে রাত ৩:৩০ টার দিকে পাহাড়ধসে লিটন (৩০) ও ইমন (১৪) নামের দুই ভাই নিহত হন।
২০১৯ সালে স্থানীয় প্রশাসন চট্টগ্রামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১৭টি পাহাড় সনাক্ত করে। এই পাহাড়গুলোতে ৮৩৫টি পরিবার বসবাস করে।
এরমধ্যে ১০টি পাহাড় ব্যক্তি মালিকানাধীন এবং বাকি ৭টির মালিকানা চট্টগ্রাম সিটি করপোরেশন, রেলওয়ে, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের।
গত এক দশকে চট্টগ্রামে ভূমিধসে ২০৭ জন নিহত হয়েছেন; যার মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে ২০০৭ সালে। সে বছর ১২৮ জন পাহাড় ধসে প্রাণ হারায়।