ইন্সটাগ্রাম থেকে ‘জোনাস’ পদবি ছেঁটে ফেলেছেন প্রিয়াঙ্কা, বিচ্ছেদের ইঙ্গিত?
বলিউড পেরিয়ে হলিউডের পরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর এই 'দেশি গার্ল' নিজের নামের পাশে জুড়েছিলেন স্বামী নিক জোনাসের পদবি। জোর গলায় জানিয়েছিলেন, 'আমি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী, স্বামীর পরিচয় নিজের সঙ্গে যুক্ত করাটা আমার কাছে গর্বের।'
কিন্তু সোমবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ইনস্টাগ্রাম 'বায়ো'তে নিজের নামের পাশ থেকে মুছে দিলেন 'জোনাস'! এর জেরেই শুরু হয়েছে 'নিয়াঙ্কা'র বিচ্ছেদের জল্পনা।
প্রিয়াঙ্কা নিজের নামের পাশ থেকে নিকের পদবি সরিয়ে দিতেই চিন্তায় ভক্তরা। তবে কি তিন বছরের মধ্যেই ঘর ভাঙছে 'হ্যাপি কাপল' নিক-প্রিয়াঙ্কার!
দু'জনের বিয়ে নিয়ে শুরু থেকেই প্রচুর আলোচনা ছিল। নিক-প্রিয়াঙ্কার বয়সের ফারাক নিয়ে নিন্দুকরা বারবার বাঁকা মন্তব্য করেছেন।
তাছাড়া গত কয়েক মাস ধরে কাজের জেরেও আলাদা থাকছিলেন তারকা দম্পতি, তবে কি এবার পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে!
এ বিষয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর মা মধু চোপড়া। গণমাধ্যমকে তিনি জানান, "এটা একদম বাজে কথা, এসব গুজব ছড়াবেন না।"
কিন্তু কেন আচমকা নিকের পদবি নামের পাশ থেকে সরিয়ে দিলেন প্রিয়াঙ্কা, সেই নিয়ে কোনও জবাব মেলেনি।
তবে এখনও নিক-প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে পরস্পরকে 'ফলো' করেন। পাশাপাশি পরস্পরের ছবিতে লাইক এবং আদুরে কমেন্টের ট্রেন্ডও বজায় রেখেছেন সমানতালে।
গত সপ্তাহেই লস অ্যাঞ্জেলসের বাড়িতে নিকের সাথে একসাথে কাটানো দিওয়ালি পার্টির ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। আপাতত লন্ডনে রয়েছেন এই অভিনেত্রী।
দিন কয়েকের মধ্যেই তৃতীয় বিবাহবার্ষিকী পালন করবেন নিক-প্রিয়াঙ্কা। ২০১৮ সালের ডিসেম্বর মাসের ২ ও ৩ তারিখে হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল জুটির রাজকীয় বিয়ের আসর।
এই মুহূর্তে' দ্য ম্যাট্রিক্স রেজারেকশন'-এর প্রচারে ব্যস্ত প্রিয়াঙ্কা, পাশাপাশি আসন্ন সিরিজ 'সিটাডেল'-এর শ্যুটিং সারছেন তিনি।