উইলিয়াম শ্যাটনারকে মহাকাশভ্রমণে পাঠাবে বেজোসের ব্লু অরিজিন
স্টার ট্রেক সিরিজে ক্যাপ্টেন কার্কের চরিত্রে অভিনয় করা উইলিয়াম শ্যাটনার এবার বাস্তব জীবনে মহাকাশ যাত্রা শুরু করতে যাচ্ছেন। আগামী ১২ অক্টোবর টেক্সাস থেকে যাত্রা শুরু করবেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছে জেফ বেজোসের স্পেস ট্রাভেল কোম্পানি ব্লু অরিজিন। এটি ব্লু অরিজিনের দ্বিতীয় মানব মহাকাশযাত্রা।
এ অভিযানের মাধ্যমে ৯০ বছর বয়সী শ্যাটনার মহাকাশে গমনকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তি হতে চলেছেন। এর আগে জুলাইয়ে জেফ বেজোসের সাথে মহাকাশে গমনকারী ওয়ালি ফাঙ্ক (৮২) ছিলেন সবচেয়ে বয়স্ক নভোচারী।
শ্যাটনার এক বিবৃতিতে বলেন, "আমি অনেকদিন ধরেই মহাকাশের কথা শুনে আসছি। এখন আমি নিজেই তা দেখার সুযোগ পাচ্ছি। এ এক অলৌকিক ঘটনা।"
নিউ শেপার্ড রকেটে চড়ে তার সাথে এ যাত্রায় যোগ দেবেন আরও তিন ব্যক্তি। ব্লু অরিজিন জানায়, বাকি যাত্রীদের সাথে মহাকাশে গমন করবেন মিশন ও ফ্লাইট অপারেশনের ভাইস প্রেসিডেন্ট অড্রে পাওয়ারস। এছাড়া, তাদের সাথে নাসার একজন সাবেক প্রকৌশলীও থাকবেন।
এ অভিযানটি প্রায় ১০ মিনিট স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে তারা কারমান লাইনের সীমানার বাইরে গমন করবেন। পৃথিবীর ১০০ কিলোমিটার (৬০ মাইল) উপরে অবস্থিত মহাকাশের সর্বাধিক স্বীকৃত সীমানাটি কারমান লাইন হিসেবে পরিচিত।
ষাটের দশকের জনপ্রিয় টিভি সিরিজ স্টার ট্রেকে ক্যাপ্টেন জেমস টি কার্কের চরিত্রে অভিনয় করেন উইলিয়াম শ্যাটনার। পরবর্তীতে এই ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন তিনি।
২০১৩ সালে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়, স্যার রিচার্ড ব্র্যানসনের দেওয়া মহাকাশ ভ্রমণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। জুলাই মাসে নিজের স্পেস ট্রাভেল কোম্পানি ভার্জিন গ্যালাকটিকের আয়োজনে মহাকাশের প্রান্তে ভ্রমণ করেন স্যার রিচার্ড।
এ বিষয়ে স্যার রিচার্ড সেই সময় দ্য সান সংবাদপত্রকে বলেন, শ্যাটনার উড্ডয়নের ভয়ে এ প্রস্তাবে রাজি হন নি। কিন্তু ২০১১ সালে এ অভিনেতা জানান, তাকে নিজের ভ্রমণের খরচ বহন করতে বলায় এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
বেজোসের কোম্পানি ব্লু অরিজিন কর্তৃক নির্মিত নিউ শেপার্ড রকেটটি মহাকাশ পর্যটনের ক্রমবর্ধমান বাজারে অংশগ্রহণের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে।
এদিকে, সম্প্রতি শিরোনামে উঠে আসে বেজোসের ব্লু অরিজিন। প্রতিষ্ঠানের ২১ জন বর্তমান এবং সাবেক কর্মচারী দাবি করেন, মহাকাশ পর্যটনের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিরাপত্তা ইস্যুকে উপেক্ষা করছে ব্লু অরিজিন। তাছাড়া, প্রতিষ্ঠানে লিঙ্গ-বৈষম্যের সংস্কৃতি অনুশীলনের অভিযোগও আনা হয়।
তবে, ব্লু অরিজিন এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায় যে, নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখেই কাজ করে তারা।
- সূত্র- বিবিসি