এবার হলিউডে পাড়ি জমাচ্ছেন আলিয়া ভাট?
বলিউডের সঙ্গে হলিউডের সঙ্গে সম্পর্কটা নতুন নয়। সময় যত গড়িয়েছে, বিভিন্ন হলিউড ছবিতে দেখা গেছে নানা বলি-তারকা ও বলি-সুন্দরীকে। বড়পর্দায় এবং ওয়েব সিরিজেও।
ওয়েব প্ল্যাটফর্ম আসার পর তো বলিউড অভিনেতাদের হলিউডে সুযোগ পাওয়ার পথ হয়ে উঠেছে আরও প্রশস্ত। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের দেখানো পথে এবার হাঁটতে চলেছেন আলিয়া ভাট।
সূত্রের খবর, আলিয়া ভাট এক আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। নাম উইলিয়াম মরিস এজেন্সি, সংক্ষেপে ডব্লিউএমই। ওই ট্যালেন্ট ম্যানেজমেন্ট আন্তর্জাতিক তারকা, খেলাধুলো, মিডিয়া এবং ফ্যাশন সংক্রান্ত কাজ দেখভাল করে থাকে।
প্রসঙ্গত, ওই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন বেন অ্যাফ্লেক ও ক্রিশ্চিয়ান বেলের মতো অস্কারজয়ী দুই হলিউড অভিনেতা। 'স্লামডগ মিলিওনিয়ার'খ্যাত ফ্রিডা পিন্টোরও ট্যালেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে এটি।
এবার থেকে হলিউড সম্পর্কিত বিভিন্ন প্রজেক্টে আলিয়ার প্রোফাইলও হ্যান্ডেল করবে ডব্লিউএমই। তাই বলাই যায়, দারুণ কোনো হলিউড প্রজেক্টে আলিয়ার নাম ঘোষণাটা এখন স্রেফ সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, ইতোমধ্যেই নিজের প্রযোজনা সংস্থা খুললে ফেলেছেন আলিয়া। সেই সংস্থার প্রথম ছবি 'ডার্লিং'-এ তিনি নিজে অভিনয়ও করছেন। ছবিতে তার সঙ্গে রয়েছেন বিজয় বর্মা এবং শেফালি শাহও।
এ ব্যাপারে আলিয়াকে শুভেচ্ছা জানিয়ে সে ছবিতে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন শাহরুখ খান স্বয়ং! এছাড়া করণ জোহরের পরবর্তী পরিচালনা 'রকি অওর রানিকী কাহিনি' ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন এই বলি-সুন্দরী।
সব মিলিয়ে সময়টা যে দারুণ যাচ্ছে আলিয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।