ওয়েব সিরিজে সুনেরাহ
২০১৯ সালের শেষ দিকে মুক্তি পেয়েছিল সুনেরাহ বিনতে কামাল অভিনীত চলচ্চিত্র 'ন ডরাই'। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর আর তেমন কাজ করা হয়নি তার। অপেক্ষা করছিলেন ভালো চিত্রনাট্যের। মাঝে অবশ্য ক্লোজআপ কাছে আসার গল্পের একটা নাটকে ও নুহাশ হুমায়ূনের একটা শর্টফিল্মে অভিনয় করেছেন। অবশ্য শর্টফিল্মটি রিলিজ হয়নি এখনো।
তবে এরইমধ্যে 'পঁচিশ' নামে নতুন একটা ওয়েব সিরিজে অভিনয় করলেন সুনেরাহ। মাহমুদ দিদারের পরিচালনায় সিরিজটির শুটিং হয়েছে কদিন আগে। ঢাকার বিভিন্ন লোকেশনে, বিশেষ করে বিহারী ক্যাম্প, উত্তরা, সাভারে চলেছে শুটিং। এর মূল চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।
পরিচালক মাহমুদ দিদার বেশ কিছুদিন ধরে ব্যস্ত ছিলেন 'বিউটি সার্কাস' চলচ্চিত্র নিয়ে। সেটি মুক্তি না পেলেও নতুন করে কাজে ফিরেছেন তিনি। শুরু করলেন ওয়েব সিরিজ দিয়ে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'সিনেমার কাজ শেষ দিকে। তাই আপাতত নতুন করে ফেরা বলা যায়। পঁচিশ নামের সিরিজটি নির্মাণ করা হচ্ছে ওটিটি প্লাটফর্ম বিঞ্জের জন্য।'
সুনেরাহ ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সাঈদ বাবু, ইয়াশ রোহান প্রমুখ। গল্পটি কামরুন্নেসা মিরার। চিত্রনাট্য করেছেন দিদার নিজেই।
পরিচালক জানান, বিহারী ক্যাম্পে বেড়ে ওঠা একটা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ। ধীরে ধীরে মেয়েটি ব্যবসায় সফল হয়। যুক্ত হয় আন্ডার ওয়ার্ল্ডের সাথেও।
সুনেরাহ বলেন, 'চরিত্রটা শুরুতে যা ভেবেছিলাম তারচেয়েও দারুণ। অনেকটা পাগলাটে চরিত্র বলা যায়, যা দর্শকেরা উপভোগ করবেন। তবে গল্প নিয়ে আপতত কিছু বলতে চাই না। শুধু বলব, কাজটা ভালো হয়েছে। আসছে ঈদে পঁচিশ দেখা যাবে বিঞ্জ অ্যাপে।'