গুরুতর অসুস্থ কবীর সুমন, হাসপাতালে অক্সিজেন সাপোর্টে
আচমকা অসুস্থ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এই মুহূর্তে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন বর্ষীয়ান এই ভারতীয় শিল্পী।
গতকাল (রোববার) রাতে কবীর সুমনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে; খবর হাসপাতাল সূত্রে। এসএসকেএম-এর মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষের আওতায় চিকিৎসাধীন কবীর সুমন।
জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তির সময় তার শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্টে দেওয়া হয় শিল্পীকে। এখনো অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তিনি। দেওয়া-হচ্ছে প্রয়োজনীয় ওষুধ-পত্র।
বর্ষীয়ান শিল্পী করোনা আক্রান্ত কি না তা জানতে আরটিসিআর পরীক্ষা করা হয়েছে, তবে এখনো রিপোর্ট আসেনি।
হাসপাতাল মারফত জানা গেছে, আজই বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে কবীর সুমনের।