গ্রিসের সম্মানজনক নাগরিকত্ব পেলেন টম হ্যাংকস
হলিউড তারকা টম হ্যাংকস চাইলেই এখন নিজেকে গ্রিক হিসেবে দাবি করতে পারেন।
৬৩ বছর বয়সী এ অভিনেতাকে গ্রিসের নাগরিকত্ব দিয়ে দেশটির প্রেসিডেন্ট প্রোকোপিস পাভলপোলোস একটি আদেশে সই করেছেন। গত শুক্রবার এই তথ্যটি প্রেসিডেন্টের কার্যালয় বার্তা সংস্থা এপিকে জানিয়েছে।
গ্রিক দ্বীপ অ্যান্টিপারোসে প্রায়ই গ্রীষ্মকালীন ছুটি কাটান হ্যাংকস। তার স্ত্রী অভিনেত্রী ও প্রযোজক রিটা উইলসন গ্রিক ও বুলগেরিয়ান বংশোদ্ভুত।
গ্রিসের আইন অনুযায়ী, দেশটিকে ব্যতিক্রমী সেবা দেয়া ব্যক্তিরা সম্মানজনক নাগরিকত্ব পেতে পারেন বা যার নাগরিকত্ব পাওয়ায় জনস্বার্থ আছে তাকে এ সুবিধা দেয়া হয়।