'ডিউন’ সিক্যুয়েল আসছে ২০২৩ সালে
বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্র 'ডিউন'-এর বিশ্বব্যাপী সাফল্যের মধ্যেই ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে ওয়ার্নার ব্রোস স্টুডিও। ২০২৩ সালের অক্টোবরে 'ডিউন' এর সিক্যুয়েল মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
২০২১ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত একটি ছবি ছিল ডেনিস ভিলেনেভ পরিচালিত 'ডিউন'। মাত্র সপ্তাহখানেক আগে উত্তর আমেরিকায় মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহেই ছবিটির আয় ৪১ মিলিয়ন ডলার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির পোস্টারসহ হাসিমুখের ইমোজি পোস্ট করতে দেখা গেছে ছবিটির অন্যতম প্রধান চরিত্র টিমোথি চ্যালামেটকে।
১৬৫ মিলিয়ন ডলার বাজেটের চলচ্চিত্র 'ডিউন' বিদেশের বাজারেও ব্যবসাসফল। বৈশ্বিক বক্স অফিসে ইতোমধ্যেই ২২৫ মিলিয়ন ডলার আয় করেছে এটি।
পরিচালক ভিলেনেভ জানান, তিনি সবসময়ই ছবিটির সিক্যুয়েল নির্মাণের কথা ভেবেছেন; কিন্তু মঙ্গলবারের আগপর্যন্ত এই প্রজেক্টের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি ওয়ার্নার ব্রোস।
এদিকে ওয়ার্নার ব্রোস স্টুডিও জানিয়েছে, 'ডিউন: পার্ট টু' বিশেষভাবে শুধুমাত্র সিনেমা হলে মুক্তি পাবে। ছবিটির প্রথম পর্ব সিনেমা হলের পাশাপাশি স্ট্রিমিং সার্ভিস এইচবিও ম্যাক্সেও মুক্তি দেওয়া হয়েছে।
তবে সিক্যুয়েলের বেলায় অন্য জেদ ধরেছেন পরিচালক ভিলেনেভ। চোখ ধাঁধানো ভিজ্যুয়ালের জন্য ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা পেয়েছে 'ডিউন'। তাই পরিচালক মনে করেন, ছবিটি ঘরে বসে দেখার চাইতে বড় পর্দায় দেখাই উত্তম।
টিমোথি চ্যালামেট, জেনডায়া এবং জেসন মোমোয়াসহ এক ঝাঁক তারকার দেখা মিলবে 'ডিউন' চলচ্চিত্রে। তবে সিক্যুয়েলের জন্য অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনো ঘোষণা করা হয়নি।
১৯৬৫ সালে ফ্রাঙ্ক হার্বার্টের লেখা ৪০০ পৃষ্ঠার বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর উপন্যাস 'ডিউন'কে চলচ্চিত্রে রূপ দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন ভিলেনেভ।
'ডিউন' চলচ্চিত্রে টিমোথির চরিত্রের নাম পল অ্যাট্রাইডেস। আরাকিস নামক গ্রহ, যা 'ডিউন' বলেও পরিচিত; সেটির তত্ত্বাবধানের দায়িত্ব পলের বাবার হাতে। এভাবেই সামনে এগিয়েছে 'ডিউন'-এর গল্প।
এর আগে সত্তরের দশকে 'ডিউন' উপন্যাসকে চলচ্চিত্রে রূপ দিয়ে গিয়ে ব্যর্থ হয়েছিলেন আলেজান্দ্রো জডোরোস্কি। এরপর ১৯৮৪ সালে আরও একবার 'ডিউন'কে রূপালি পর্দায় নিয়ে আসেন খ্যাতনামা পরিচালক ডেভিড লিঞ্চ।
- সূত্র: রয়টার্স
ReplyForward |