ফারুকীর সিনেমায় এ. আর. রহমান
প্রখ্যাত চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র "নো ল্যান্ড'স ম্যান"-এর সঙ্গে যুক্ত হয়েছেন অস্কার, বাফটা ও গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী ভারতীয় মিউজিক কম্পোজার এ. আর. রহমান। বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্রের এই যৌথ-প্রযোজনায় বলিউডের এই কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক পালন করবেন কো-প্রডিউসার ও কম্পোজারের ভূমিকা।
যুক্তরাষ্ট্রে এক অস্ট্রেলিয়ান নারীর সঙ্গে দেখা হলে জীবন জটিল দিকে বাঁক নেওয়া এক দক্ষিণ এশিয়ান পুরুষের গল্প নিয়ে সাজানো এই চলচ্চিত্রের শুটিং ইতোমধ্যেই শেষ করেছেন ফারুকী। চলছে সম্পাদনা।
চলচ্চিত্রটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ভ্যারাইটি ম্যাগাজিনে এ. আর. রহমান বলেন, 'সময় বরাবরই নতুন দুনিয়ার, নতুন আদর্শের জন্ম দেয়। সদ্য জন্ম নেওয়া দুনিয়ার বলার মতো থাকে নতুন চ্যালেঞ্জ আর নতুন সব গল্প। এটি এমনই এক গল্প।'
"নো ল্যান্ড'স ম্যান"-এ অভিনয় করেছেন ভারতের আলোচিত চলচ্চিত্র অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী, অস্ট্রেলিয়ার মঞ্চ-অভিনেত্রী মেগান মিচেল এবং বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতে শুটিং হয়েছে। মূলত এটি ইংরেজি ভাষার চলচ্চিত্র; তবে কিছু হিন্দি ও উর্দু সংলাপও রয়েছে।
ভ্যারাইটি ম্যাগাজিনে নওয়াজুদ্দীন সিদ্দিকী বলেন, 'এর শুটিংয়ের অভিজ্ঞতা চ্যালেঞ্জিং হলেও তৃপ্তিদায়ক ছিল। এ. আর. রহমানের অসাধারণ ছোঁয়া নিঃসন্দেহে চলচ্চিত্রটিকে আরও ঋদ্ধ করে তুলবে।'