বৃষ্টিস্নাত রাতে কেমন ছিল ‘ডিউন’-এর লন্ডন প্রিমিয়ার?
আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তির এক মাস পর অবশেষে এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পেতে যাচ্ছে বহুলপ্রতীক্ষিত সাই-ফাই এপিক চলচ্চিত্র 'ডিউন'।
সোমবার বৃষ্টিস্নাত রাতে লন্ডনে চলচ্চিত্রটির প্রিমিয়ারে হাজির ছিলেন এর তারকা জেনডায়া, টিমোথি শালামে, জেসন মোমোয়া ও রেবেকা ফার্গুসন। অডিয়ন লাক্স লিচেস্টার স্কয়ারে অনুষ্ঠিত হয় এ প্রিমিয়ার।
'ডিউন'-এ চানি চরিত্রের অভিনেত্রী জেনডায়া এ অনুষ্ঠানে পরে এসেছিলেন সাদা গাউন। লেডি জেসিকা চরিত্রের অভিনেত্রী ফার্গুসনের পরনে ছিল কালো গাউন। অন্যদিকে, পল অ্যাট্রেইডস চরিত্রের শালামে এবং ড্যানকান আইডাহোর চরিত্রের মোমোয়ারও দেখা মেলে জমকালো পোশাকে।
১৯৬৫ সালে প্রকাশিত ফ্রাঙ্ক হার্বার্টের উপন্যাস 'ডিউন' অবলম্বনে একই শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ডেনিস ভিলেনিউভ। হাঙ্গেরি, নরওয়ে, জর্ডান ও আবু দাবিতে করা হয়েছে ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই চলচ্চিত্রের শুটিং।
গত মাসে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া 'ডিউন' এ পর্যন্ত আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে ১২৯ মিলিয়ন মার্কিন ডলার।
-
সূত্র: দ্য ন্যাশনাল