ফটোশুটে না আসায় ১৫ কোটি টাকার মামলা খেলেন কেন্ডাল জেনার
ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড লিউ জো'র সাথে করা একটি মডেলিং চুক্তি ভঙ্গ করায় মামলার মুখোমুখি হতে হচ্ছে 'কিপিং আপ উইদ দ্য কার্দেশিয়ান্স'খ্যাত মার্কিন মডেল কেন্ডাল জেনারকে।
নিউইয়র্কের একটি আদালতে করা এই মামলায় লিউ জো দাবি করেছে, কেন্ডালের সাথে দুইটি ফটোশুটের চুক্তি করেছিল তারা, যার দ্বিতীয়টিতে উপস্থিত হননি ২৫ বছর বয়সী এই মডেল। সেজন্য তার কাছে অগ্রিম দেওয়া ১৫ লাখ ডলার (বাংলাদেশ মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা) এবং এরসঙ্গে ২০ শতাংশ সার্ভিস ফি দাবি করেছে ইতালিয়ান প্রতিষ্ঠানটি; যা সব মিলিয়ে দাঁড়ায় ১৮ লাখ ডলার (প্রায় ১৫ কোটি ২৪ লাখ টাকা)।
২০১৯ সালের জুলাইয়ে হওয়া প্রথম ফটোশুটে কেন্ডাল অংশ নিয়েছিলেন। এরপর দ্বিতীয় ফটোশুটটি হওয়ার কথা ছিল লন্ডনে, গত বছর মার্চে। অগ্রিম সম্মানি পেলেও করোনাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য দ্বিতীয় ফটোশুটে উপস্থিত হতে পারেননি কেন্ডাল। পরিস্থিতি বিবেচনায় দুই দলই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয় ফটোশুটটি পিছিয়ে বছরের শেষদিকে নিয়ে যাওয়ার।
লিউ জো'র দাবি, এরপর তারা সে ফটোশুটের জন্য বেশ কিছু তারিখ ও স্থান ঠিক করলেও কেন্ডাল তাদের প্রস্তাবে কোনো সাড়া দেননি, নিজে থেকে বিকল্প কোনো প্রস্তাব রাখেননি এবং শেষ পর্যন্ত লিউ জো'র সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
কেন্ডাল জেনারের আইনজীবীরা পাল্টা দাবি করেছেন, এই মামলার কোনো ভিত্তি নেই। করোনার জন্য পিছিয়ে যাওয়া এই প্রজেক্টের জন্য কেন্ডাল জেনারের পক্ষ থেকে বেশ কিছু বিকল্প প্রস্তাব রাখা হয়েছিল বলেও দাবি তাদের।
এদিকে লিউ জো দাবি করেছে, গত বছর সেপ্টেম্বরে ইতালিতে ফটোশুটের একটি প্রস্তাব রেখেছিল তারা। করোনার অজুহাত দেখিয়ে সেই প্রস্তাবে কেন্ডাল না করে দিলেও এর কিছুদিন পরই অন্য আরেকটি ব্র্যান্ডের হয়ে ফটোশুট করেছেন তিনি। এরপর লিউ জো যোগাযোগ করার চেষ্টা করলে কেন্ডাল কোনো সাড়া দেননি, দাবি ইতালিয়ান কোম্পানির।
তারা আরও জানায়, কেন্ডালকে দেওয়া অগ্রিম পারিশ্রমিক উদ্ধারের কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত মামলার দ্বারস্থ হতে হয়েছে তাদের।
-
সূত্র: পেজ সিক্স