যে কারণে মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ 'ইটারনালস'
মার্ভেল ব্লকবাস্টার চলচ্চিত্র 'ইটারনালস' বিশ্বব্যাপী মুক্তি পাওয়া নিয়ে বেঁধেছে বিপদ। মধ্যপ্রাচ্যের তিন দেশ সৌদি আরব, কুয়েত এবং কাতারে নিষিদ্ধ করা হয়েছে ক্লোয়ি ঝাও পরিচালিত এই ছবিটি।
একঝাঁক তারকায় ঠাসা 'ইটারনালস' চলচ্চিত্রটি আগামী ১১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। হলিউড রিপোর্টার সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছবিটির বিভিন্ন দৃশ্য সম্পাদনা করা বা বাদ দেওয়ার জন্য অনুরোধ এসেছে স্থানীয় নিয়ন্ত্রকদের কাছ থেকে। কিন্তু সে প্রস্তাবে মোটেও সাড়া দেয়নি ডিজনি।
ফলে নিঃশব্দেই ওই তিনটি দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে 'ইটারনালস'। গেল বৃহস্পতিবার ছবিটি নিষিদ্ধ করার খবর গণমাধ্যমে উঠে আসে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ছবিতে সমকামী সম্পর্ক দেখানোয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি। এছাড়া 'ইটারনালস'ই প্রথম মার্ভেল চলচ্চিত্র, যেখানে সমকামী সুপারহিরো দেখানো হয়েছে। বলে রাখা ভালো, সৌদি আরবে সমকামীতাকে একটি দন্ডনীয় অপরাধ হিসেবে দেখা হয়।
'ইটারনালস' চলচ্চিত্রের একটি দৃশ্যে ফ্যাস্টসকে (ব্রায়ান টায়রি হেনরি অভিনীত) দেখা যায় পর্দায় তার স্বামীর ভূমিকায় থাকা বেনকে(হ্যাজ স্লিম্যান) চুম্বন করতে।
এলজিবিটিকিউ ইস্যু তুলে ধরে, এমন চলচ্চিত্র প্রায়ই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিষিদ্ধ করা হয়।
এর আগে মাত্র একটি লাইনে সমকামী সম্পর্কের উদাহরণ থাকায় ২০২০ সালে 'অনওয়ার্ড' ছবিটি কুয়েত, সৌদি আরব, ওমান ও কাতারে নিষিদ্ধ করা হয়।
'ইটারনালস' চলচ্চিত্রে অভিনয় করেছেন জেমা চ্যান, রিচার্ড ম্যাডেন, কুমাইল নানজিনি, লিয়া ম্যাকহিউ, লরেন রিডলফ, ব্যারি কেওগান, হরিশ প্যাটেল, কিট হ্যারিংটন, অ্যাঞ্জেলিনা জোলি ও সালমা হায়েকের মতো তারকারা।