লেবাননের টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে নেটফ্লিক্স, সোয়া ৪ কোটি টাকা জরুরি সাহায্যের ঘোষণা
করোনাভাইরাস প্রকোপের মধ্যে বৈরুত বিস্ফোরণ লেবাননের টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্ধকার বয়ে এনেছে। এ বাস্তবতায়, আরব ফান্ড ফর আর্টস অ্যান্ড কালচারের (এএফএসি) সহযোগিতায় তাদের পাশে দাঁড়াল নেটফ্লিক্স।
যাদের প্রয়োজন, তাদের জন্য মোট ৫ লাখ ডলার বা প্রায় ৪ কোটি সাড়ে ২৩ লাখ টাকার অর্থ সহযোগিতা করতে ফান্ড গঠন করেছে এই অলনাইন স্ট্রিমিং জায়ান্ট। এর মধ্যে করোনাভাইরাস মহামারি কিংবা বৈরুত বিস্ফোরণের শিকার কলাকুশলি ও ফ্রিল্যান্সার প্রতিজনের জন্য বরাদ্ধ ২ হাজার ডলার করে। তবে তা পাওয়ার জন্য ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
লেবাননের টিভি ও ফিল্ম কমিউনিটির সদস্যরা অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং সংশ্লিষ্ট ডকুমেন্টেশন উপস্থাপনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
'লেবাননের ক্রিয়েটিভ কমিউনিটি এবং বৈরুতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক পরিমণ্ডল আরব দুনিয়াজুড়ে বিনোদনের মেরুদণ্ড হয়ে উঠেছে। আরব ফান্ড ফর আর্টস অ্যান্ড কালচারের সঙ্গে কাজ করতে পেরে আমরা ভীষণ কৃতজ্ঞ এবং আশা করছি ফান্ডটি এই কঠিন সময়ে দেশটির ক্রিয়েটিভ কমিউনিটির কাজে লাগবে,' বলেন নেটফ্লিক্সের একজন মুখপাত্র।
'কয়েক বছর ধরে বহুমুখী সংকট মোকাবেলা করছে লেবানন। আর তাতে দেশটির শিল্প ও সংস্কৃতি খাতের দুর্বলতা প্রকট হয়ে উঠেছে,' বলেন এএফএসি'র নির্বাহী পরিচালক রিমা মিসমার।
তিনি আরও বলেন, 'ফ্রিল্যান্স আর্টিস্ট, পেশাদার ও কর্মমুখর ব্যক্তিরা জীবিকা হারানোর ভয়ে দেশান্তরি হচ্ছেন এবং তাদের সৃজনশীলতার বিনাশ ঘটছে।' নেটফ্লিক্সের এই উদ্যোগ তাদের এই জরুরি পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন রিমা।
- সূত্র: দ্য ন্যাশনাল [সংযুক্ত আরব আমিরাত]