সুশান্তের মৃত্যু: খেলার জগতে শোকের ছায়া
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে খেলার জগতেও। ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে দেশটির ক্রিকেট তারকারা মূহ্যমান হয়ে পড়েছেন। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনির বায়োপিকে ধোনি চরিত্রে অভিনয় করে সুশান্ত খুব দ্রুতই সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমিদের কাছে পরিচিত হয়ে ওঠেন।
রোববার ৩৪ বছর বয়সী এই তারকা অভিনেতার ঝুলন্ত মৃতদেহ তার মুম্বাইয়ের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' তারকা আত্মহত্যা করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
সুশান্তের মৃত্যু সংবাদে মুষড়ে পড়েছেন বিরাট কোহলি। টুইট বার্তায় তিনি লিখেছেন, 'সুশান্ত সিং রাজপুতের খবরটি শুনে আমি মর্মাহত। কিছুতেই মানতে পারছি না। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের সদস্য ও বন্ধুদের এই শোক সহ্য করার শক্তি দিন- স্রষ্টার কাছে এ কামনা করি।'
টুইটারে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান লিখেছেন, 'কী এক মর্মান্তিক ও অবিশ্বাস্য খবর!... সুশান্ত সিং রাজপুতের পরিবারের প্রতি অন্তর থেকে সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি। তার আত্মা শান্তি পাক।'
'সুশান্ত সিং রাজপুরের খবরটা পেয়ে আমি মর্মাহত। মাহির (ধোনি) বায়োপিকের কাজে আমাদের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন। তখন বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছে। আমরা একজন সুদর্শন ও চির হাসিখুশি অভিনেতাকে হারালাম...,' টুইটারে লিখেছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না।
অন্যদিকে, মন খারাপের 'স্মাইলি' ব্যবহার করে বক্সার বিজেন্দর সিং লিখেছেন, 'কেন সুশান্ত সিং রাজপুত... আমি একেবারেই মর্মাহত।'
সুশান্ত সিং রাজপুতের নাম হ্যাশট্যাগ করে প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করেছেন, 'স্বীকার করছি, আমি মর্মাহত।'
ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের টুইট বার্তা, 'হায় ঈশ্বর... না, না, না!'
'কেদারনাথ', 'শুধ দেসি রোমান্স' ও 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'খ্যাত বড় পর্দার এই তারকাকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের চলচ্চিত্র 'ড্রাইভ'-এ। জিটিভির 'পবিত্র রিশতা' সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল তার।
ধোনি চরিত্রে অভিনয় করে উদীয়মান তারকা হিসেবে বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন অকাল প্রয়াত এই তারকা। দিবাকর ব্যানার্জি পরিচালিত 'ডিটেকটিভ ব্যোমকেশ বকশি' চলচ্চিত্রেও দারুণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।