সামর্থ্য নেই, তাই ক্ষতিপূরণের পরিমাণ ১০ মিলিয়ন ডলার থেকে কমাতে জনিকে অনুরোধ অ্যাম্বার হার্ডের
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/07/09/_113526921_hearddepp.jpg)
মানহানির মামলায় হেরে জনি ডেপকে ১০.৩৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বার হার্ডকে। কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার মতো অর্থ হার্ডের নেই বলে জানিয়েছে মার্কাসহ একাধিক গণমাধ্যম।
এর মাঝেই জনি ডেপের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার চেষ্টা করছেন অ্যাম্বার হার্ড—এমনটাই বলা হয়েছে মার্কার এক প্রতিবেদনে। অ্যাম্বারের এই চেষ্টার উদ্দেশ্য, ক্ষতিপূরণের পরিমাণ কমানোর জন্য ডেপকে অনুরোধ করা।
মার্কার প্রতিবেদনে বলা হয়, ক্ষতিপূরণের পরিমাণ কমানো নিয়ে ডেপের সঙ্গে সরাসরি আলোচনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন হার্ড।
তবে এখনও পর্যন্ত ডেপের দেখা অ্যাম্বার পাননি বলে জানা গেছে।
দুজনের ঘনিষ্ঠ কয়েকজনের ধারণা, ১৫ নম্বর জুরির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার কারণেই সম্ভবত ডেপের দেখা পাননি হার্ড।
সম্প্রতি নতুন এক বিস্ফোরক অভিযোগও এনেছেন আনেন অ্যাম্বার হার্ড। তার দাবি, মামলার বিচারের দায়িত্বে থাকা জুরিদের একজন ছিলেন নকল।
এদিকে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন মার্কা জানায়, ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করার জন্য ইলন মাস্কের কাছ থেকে অতীতে পাওয়া মূল্যবান উপহার বিক্রি করে দিতে হতে পারে অ্যাম্বারকে।
টেসলা ও স্পেইস এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে একসময় অ্যাম্বার হার্ডের প্রেমের সম্পর্ক ছিল। সে সময় এ ধনকুবেরের কাছ থেকে নানা দামি উপহার পেয়েছিলেন অ্যাম্বার হার্ড।
- সূত্র: জিওটিভি ও মার্কা