অর্থাভাব, মেয়েকে একা বড় করা! তবু ভিভের প্রতি ক্ষোভ নেই নীনার
অর্থাভাব, সন্তানের জন্ম, তারপর 'সিঙ্গেল মাদার' হিসেবে মেয়েকে বড় করে তোলা— জীবনের লড়াইগুলো একাই লড়েছেন নীনা গুপ্তা। প্রত্যেকটি ধাপে যার পাশে থাকার কথা, সেই কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস তখন স্ত্রী-সন্তানদের নিয়ে পৃথিবীর অন্য প্রান্তে। তবু প্রাক্তন প্রেমিকের উপর রাগ পুষে রাখতে পারেননি অভিনেত্রী।
এক সাক্ষাৎকরে নীনা বলেন, 'একবার কাউকে ভালোবাসলে কি তাকে ঘৃণা করা যায়? আমি আমার প্রাক্তন প্রেমিকদের ঘৃণা করি না। প্রাক্তন স্বামীর প্রতিও কোনও ক্ষোভ নেই। কেনই বা ঘৃণা করতে যাব?'
ষাটের দশকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নীনা। ১৯৮৯ সালে জন্ম হয় তাদের কন্যা মাসাবার। কিন্তু ভিভ বিবাহিত ছিলেন। তাই নীনাকে স্ত্রীর মর্যাদা দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। অভিনেত্রীও তার তৎকালীন প্রেমিকের জীবনে কোনও সমস্যা সৃষ্টি করতে চাননি। তাই বিয়ের জন্য কখনও জোরাজুরি করেননি তাকে। মেয়েকেও বড় করেছেন একাই।
নীনার কথায়, 'কাউকে আমার এতই অপছন্দ হলে তার সন্তানের মা হতে যাব কেন? আমি কি পাগল?'
ভিভের সঙ্গে আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন নীনা। মেয়ে মাসাবা গুপ্তাও বাবার সঙ্গে দেখা করতে মাঝেমধ্যেই বিদেশে উড়ে যান। অতীতের ক্ষত ভুলে মনের মতো করে নিজেদের গুছিয়ে নিয়েছেন তারা।
এক সাক্ষাৎকারে মাসাবা বলেন, 'মা কখনোই বাবার বিরুদ্ধে আমাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করেনি। আমি এখন একজন প্রাপ্তবয়স্ক। আমার মনে হয়, বাবার সঙ্গে আমার সম্পর্কটা খুবই সুন্দর। মা আমাকে আমার সিদ্ধান্তগুলো নিতে দেয়। আমার বিচারবুদ্ধির উপর ভরসা রাখেন। বাবা আমার জীবনে কী ভূমিকা পালন করবেন, সেই সিদ্ধান্ত আমাকেই নিতে দেওয়া হয়েছে।'