ন্যুড ফটোশুট বিতর্কে রণবীরের বাড়িতে পুলিশ, জেরার জন্য তলব
সম্প্রতি পেপার ম্যাগাজিনের কভারের জন্য একটি ন্যুড ফটোশুট করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সেই ফটোশুটই এবার কাল হয়ে দাঁড়িয়েছে অভিনেতার জন্য।
ন্যুড ফটোশুট করে নারীদের ভাবাবেগে আঘাত দিয়েছেন রণবীর- উল্লেখ করে তার বিরুদ্ধে ভারতের একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরকমই এক মামলার জের ধরে এবার মুম্বাই পুলিশ গেল তার বাড়িতে।
শুক্রবার সন্ধ্যায় রণবীরের মুম্বাইয়ের বাড়িতে পৌঁছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাকে।
চলতি মাসের ২২ তারিখ চেম্বুর পুলিশ থানায় হাজিরা দিতে হবে রণবীরকে।
ন্যুড ফটোশুটের জন্য তার বিরুদ্ধে চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেছেন নারী আইনজীবী বেদিকা চৌবে এবং একটি এনজিও। গত মাসের শেষেই চেম্বুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়।
তাদের অভিযোগ, ক্যামেরার সামনে নগ্ন হয়ে নারীদের ভাবাবেগে আঘাত হেনেছেন রণবীর; তার এই ফটোশুট 'অশ্লীল ও কুরুচিকর'।
পেপার ম্যাগাজিনের এই ফটোশুটের মাধ্যমে কিংবদন্তি অভিনেতা বার্ট রেনল্ডসকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রণবীর। মার্কিন পপ কালচারের 'সেক্স সিম্বল' বলে ধরা হয় বার্টকে। তারই পোজ নকল করবার চেষ্টা করেছেন রণবীর।
তবে শুধু মুম্বাইতেই নয়; ন্যুড ফটোশুটের জন্য কলকাতা হাইকোর্টেও রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান।
বলিউড অভিনেতার এই ছবি যাতে পশ্চিমবাংলায় বিশেষ ভাবে না ছড়ায়, সে বিষয়ে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেন তিনি।
এদিকে যার ছবি নিয়ে সারা ভারত তোলপাড়, সেই রণবীর এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি। তবে তার পাশে দাঁড়িয়েছেন আলিয়া ভাট, সুমনা চক্রবর্তী, বিদ্যা বালানের মতো তারকারা।