'হাড্ডি'র শ্যুটিং এর সময় নিজের আচরণই বদলে গিয়েছিল: নওয়াজউদ্দিন সিদ্দিকী
গতবছর 'হাড্ডি' সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকীর ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা-কল্পনা। এবার রহস্যময় এ চরিত্রটি নিয়ে আরও কিছু বিস্তারিত তথ্য জানিয়েছেন এ বলিউড তারকা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নওয়াজউদ্দিন জানান, 'হাড্ডি' সিনেমাটি তার কাছে খুবই স্পেশাল। সিনেমায় নিজের চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তুলতে খুবই পরিশ্রম করেছেন তিনি।
এ চরিত্রের জন্য নিজের আচরণে বেশ পরিবর্তন এনেছেন নওয়াজ। এমনকি চরিত্রটিকে বুঝতে দীর্ঘ সময় ট্রান্সজেন্ডার কমিউনিটির সঙ্গে থেকেছেন তিনি।
এ কমিউনিটির সঙ্গে থাকার পর নওয়াজউদ্দিন লক্ষ্য করেন, ট্রান্সজেন্ডারদের অনেকেই নিজেদের নারী হিসেবে প্রকাশ করতে চান। তারা মনে করেন, জন্মগতভাবে তাদের জেন্ডার পরিচয়ে অপূর্ণতা রয়েছে। তাই জেন্ডার পরিবর্তনের মাধ্যমে ট্রান্সজেন্ডার নারী হিসেবে নিজেদের প্রকাশের মাধ্যমেই তাদের পরিচয় পূর্ণতা পাবে বলে বিশ্বাস তাদের।
এই উপলব্ধি থেকেই নওয়াজউদ্দিন 'হাড্ডি' সিনেমায় নিজের ট্রান্সজেন্ডার চরিত্রটিকে মানসিকভাবে নারী চরিত্র হিসেবে তুলে ধরেন।
নওয়াজউদ্দিন জানান, এ চরিত্রে অভিনয় তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রতিদিনের শুটিং-এর পর এতটাই ক্লান্ত বোধ করতেন ও বাড়িতে গিয়েই সোজা ঘুমিয়ে পড়তেন।
শ্যুটিং-এর জন্য প্রস্তুত হতে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে তাকে মেক-আপ নিতে হতো। এছাড়াও সার্বিক সাজসজ্জার মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে নারীদের অন্তর্বাসও পরেছেন তিনি।
নওয়াজউদ্দিন বলেন, "আমি 'হাড্ডি' সিনেমায় চরিত্রটাকে একটা ক্যারিকেচার হিসেবে তৈরি করতে চাইনি। বরং একজন রুপান্তরকামী মানুষ যেমন হন, তিনি নিজেকে হাড়ে-মজ্জায় যেমন ভাবেন, সেভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর সেই কারণেই আমি তাদের সঙ্গে থেকেছি, সময় কাটিয়েছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমার এই চেষ্টা পর্দায় কিভাবে ধরা দেয় তা দেখার জন্য।"
বলিউডের জি স্টুডিও এবং অনিন্দিতা স্টুডিওর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে 'হাড্ডি'। সিনেমাটি পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা।