সাত দিনে ৩০০ কোটির ক্লাবে 'পাঠান', ভাঙলো 'বাহুবলী-২' এর রেকর্ড!
এক সপ্তাহ হয়ে গেছে মুক্তি পেয়েছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন-জন আব্রাহাম অভিনীত চলচ্চিত্র 'পাঠান'। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়েই এই ছবি বলিউডে রেকর্ড গড়েছে। নানা বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে দারুণ ব্যবসাসফল হয়েছে 'পাঠান'। মুক্তির পর মাত্র সাত দিনে ৩০০ কোটি রূপির ঘরে প্রবেশ করেছে শাহরুখ খানের কামব্যাক ছবিটি। ঘরোয়া বক্স অফিসে 'পাঠান' এর প্রথম সপ্তাহের আয় এখন পর্যন্ত ৩১৫ কোটি রূপি।
বক্স অফিসের দিকে চোখ রাখলে দেখা যায়, দ্রুততম হিন্দি ছবি হিসেবে ৩০০ কোটির ঘরে প্রবেশ করেছে 'পাঠান'।
বুধবার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, মুক্তির পর একের পর এক রেকর্ড ভেঙে চলেছে 'পাঠান'। ২০১৭ সালের 'বাহুবলী ২: দ্য কনক্লুশন'-এর হিন্দি সংস্করণের ৩০০ কোটিতে প্রবেশ করতে ১০ দিন সময় লেগেছিল। কিন্তু 'পাঠান' মাত্র ৭ দিনে এই রেকর্ড গড়েছে।
তরণ আদর্শ টুইটে আরও জানিয়েছেন, 'কেজিএফ: চ্যাপ্টার ২' (২০২২)-এর হিন্দি সংস্করণ ১১ দিনে ৩০০ কোটিতে পৌঁছেছিল, যেখানে আমির খানের 'দঙ্গল' (২০১৬) এর জন্য সময় নিয়েছিল ১৩ দিন। 'সঞ্জু' (২০১৮) এবং 'টাইগার জিন্দা হ্যায়' (২০১৬) উভয়ই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ১৬ দিন সময় নিয়েছে। অন্যদিকে, আমিরের 'পিকে' (২০১৪) এবং হৃতিক রোশনের 'ওয়ার' ৩০০ কোটির মাইলস্টোন ছুঁতে যথাক্রমে ১৭ দিন এবং ১৯ দিন সময় নিয়েছিল।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, 'পাঠান'র এক সপ্তাহের বক্স অফিস কালেকশন– ৩১৫ কোটি নেট– যা কেজিএফ চ্যাপ্টার ২-এর চেয়ে নেট ৬৫ কোটি বেশি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান- হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি।
৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষে 'পাঠান' এর মাধ্যমে রুপোলি পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবির সাফল্যে রীতিমতো আপ্লুত কিং খান। সোমবার মুম্বাইয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এসেছে 'পাঠান' টিম।
২০১৮'র পরে বড়পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে শাহরুখের। এ প্রসঙ্গে অভিনেতার মন্তব্য, কঠিন সময়ের পরে আবারও বড় পর্দায় ফেরার সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন দর্শকরাই।
এদিন গণমাধ্যমকে শাহরুখ বলেন, 'আমরা সত্যি কৃতজ্ঞ দর্শক এবং সংবাদমাধ্যমের কাছে পাঠানকে এতটা সমর্থন জোগানোর জন্য। এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারতো…. তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমি আমার সমস্ত সহকর্মীদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ'।