জনি ডেপের লেখা ও সুর করা যে ৫টি গান হয়তো আপনার অজানা!
হলিউডের সবচেয়ে আলোচিত অভিনেতাদের একজন জনি ডেপ। নামের চাইতে বরং তার অভিনীত 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজির সিনেমার চরিত্র 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' নামেই দর্শকদের কাছে অধিক পরিচিত তিনি। অভিনয়ের বেলায় সবসময়ই বেছে নিয়েছেন ভিন্নধর্মী চরিত্রগুলোকে; এডওয়ার্ড সিজরহ্যান্ডস, হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ থেকে শুরু করে জ্যাঁ দো বাঘি'র মতো চলচ্চিত্রগুলোই তার প্রমাণ। কিন্তু আপনি কি জানেন, প্রাথমিক জীবনে এই অভিনেতা আসলে হতে চেয়েছিলেন একজন সঙ্গীতশিল্পী? আমেরিকান সংসরাইটার সূত্র বলছে, হলিউডে তারকা হয়ে ওঠার আগেই তিনি লিখেছেন ও সুর করেছেন একাধিক গান।
হলিউড অভিনেতা জনি ডেপকে যারা চেনেন এবং ভালবাসেন, তাদের অনেকেই হয়তো জানেন না 'সঙ্গীতশিল্পী জনি ডেপ' এর ইতিহাস। ১৯৬৩ সালের ৯ জুন কেন্টাকিতে ওয়েন্সবোরোতে জন্মগ্রহণ করা ডেপ মাত্র ১২ বছর বয়সেই একটি ব্যান্ডে যোগ দেন। পরবর্তীতে তিনি দ্য কিডস এবং রক সিটি অ্যাঞ্জেলস নামক দুটি ব্যান্ডে কাজ করেন।
নিজের ক্যারিয়ারজুড়ে প্যাটি স্মিথ, অ্যারোস্মিথ, মেরিলিন ম্যানসন, শেন ম্যাকগোয়ান, ওয়েসিস এর মতো অসংখ্য শিল্পীদের সঙ্গে কোলাবরেশনে গিয়েছেন ডেপ। ২০১২ সালে তিনি অ্যালিস কুপার ও জো পেরির সঙ্গে মিলে 'হলিউড ভ্যাম্পায়ারস' নামের একটি সুপারগ্রুপ গড়ে তোলেন এবং তাদের দুটি অ্যালবামও মুক্তি পেয়েছিল।
তবে ২০২০ সালে প্রয়াত গিটারবাদক জেফ বেকের সঙ্গে কোলাবরেশনে গিয়ে সবাইকে চমকে দেন ডেপ। জেফ বেকের সঙ্গে ডেপের বেশ ভালো বন্ধুত্ব ছিল। চলতি বছরে জেফ বেকের মৃত্যুর কয়েক মাস আগেই, গত বছর তাদের অ্যালবাম '১৮' মুক্তি পেয়েছিল।
অভিনয়ের পাশাপাশি গানের জগতের সঙ্গেও যতটা সম্ভব যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছেন ডেপ। বিভিন্ন সিনেমার গানে বা মিউজিক্যাল প্রজেক্টে হয় তিনি কণ্ঠ দিয়েছেন, নাহয় গিটার বাজিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক জনি ডেপের লেখা ও সুর করা ৫টি গান সম্পর্কে যা অনেকেই অজানা!
১. 'ম্যারি', রক সিটি অ্যাঞ্জেলস (১৯৮৮)
এই গানটির রচয়িতা জনি ডেপ, প্যাট্রিক ওয়াটসন, সিমন অ্যাঞ্জেল, রবার্ড় কুস্টার ও মিখাইল স্টাইন
আশির দশকের মাঝামাঝি সময়ে জনি ডেপ রক সিটি অ্যাঞ্জেলসে যোগ দেন গিটারবাদক হিসেবে। তখনো তিনি হলিউডে পা রাখেননি। এই ব্যান্ডের সাথে তিনি মাত্র একবছর ছিলেন, কিন্তু এই স্বল্প সময়েই তিনি 'ম্যারি' শিরোনামের গানটির একজন সহ-লেখক হিসেবে কাজ করেন। পরে ১৯৮৮ সালে রক সিটি অ্যাঞ্জেলসের অভিষেক অ্যালবাম 'ইয়ং ম্যান'স ব্লুস'-এ জায়গা পায় এই গানটি।
২. 'সেইন্ট জার্মেই', ভেনেসা প্যারাদি (২০০০)
এই গানটি লিখেছেন জনি ডেপ এবং তার প্রাক্তন স্ত্রী, ফরাসি গায়িকা ভেনেসা প্যারাদি। ভেনেসার চতুর্থ অ্যালবাম 'ব্লিস' মুক্তি পায় ২০০০ সালে এবং এই অ্যালবামে তাদের স্বামী-স্ত্রীর লেখা দুটি গান ছিল: একটি হলো 'সেইন্ট জার্মেই' এবং অন্যটি হলো 'ব্লিস'। এছাড়াও অ্যালবামের 'ফিরমামান' গানে গিটার বাজিয়েছেন ডেপ।
ভেনেসার ২০১৩ সালের অ্যালবাম 'লাভ সংস'-এও 'নিউ ইয়ার' শিরোনামের একটি গানের সহ-লেখক ছিলেন ডেপ।
৩. 'স্যান্ডস' (থিম), ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো (২০০৩)
যদিও 'স্যান্ডস' শিরোনামের গানটির কোনো লিরিক্স নেই, কিন্তু নিজের অভিনীত 'ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো' চলচ্চিত্রের জন্য এই ইনস্ট্রুমেন্টাল সুর করেছিলেন ডেপ। এই সিনেমায় আরও অভিনয় করেছেন সালমা হায়েক এবং আন্তোনিও বান্দেরাস।
এই সিনেমার পরিচালক রবার্ট রদ্রিগেজ সিনেমার প্রত্যেক প্রধান চরিত্রকে বলেছিলেন তাদের চরিত্র বুঝে কিছু সুরের নোট দিতে। কিন্তু তার বদলে ডেপ পুরো থিমটাই করে দিয়েছিলেন।
৪. 'দ্য লাস্ট ভ্যাম্পায়ার', হলিউড ভ্যাম্পায়ারস (২০১৫)
এই গানটি লিখেছেন জনি ডেপ, ক্রিস্টোফার লি এবং বব এজরিন। অ্যালবামে 'রেইজ দ্য ডেড', 'মাই ডেড ড্রাংক ফ্রেন্ডস'। 'অ্যাজ ব্যাড অ্যাজ আই অ্যাম' শিরোনামের গানগুলোরও সহ-লেখক হিসেবে কাজ করেছেন ডেপ। ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম 'রাইজ'-এও এর ১৬টি গানের বেশিরভাগ গানেরই সহ-লেখক হিসেবে ছিলেন ডেপ।
৫. 'দিস ইজ আ সং ফর মিস হিডি লামার', জেফ বেক ও জনি ডেপ (২০২২)
এ গানটির রচয়িতা জনি ডেপ এবং টনি অ্যাশার। ডেপ ও জেফ বেকের প্রথম পরিচয় ২০১৬ সালে। তাদের প্রথম দেখা ও দুজনের মধ্যকার যে যোগাযোগ, তার প্রতি সম্মান জানিয়ে ২০২২ সালের অ্যালবামের নাম রাখা হয় '১৮'। বেক এ প্রসঙ্গে বলেছিলেন, "আমরা একসঙ্গে মজা করতাম যে কিভাবে আমরা কাজ করার সময় মনে হতো আবারও ১৮ বছর বয়সে ফিরে গেছি... তাই অ্যালবামেরও এই নাম।"
হলিউডের সোনালি যুগের অতি পরিচিত মুখ, প্রয়াত অস্ট্রো-হাঙ্গেরিয়ান-আমেরিকান অভিনেত্রী হিডি লামার এর প্রতি শ্রদ্ধা জানিয়ে 'দিস ইজ আ সং ফর মিস হিডি লামার' গানটি গাওয়া হয়।