সঙ্গী লরেন সানচেজের সাথে বাগদান সারলেন জেফ বেজোস
সাবেক ব্রডকাস্ট সাংবাদিক লরেন সানচেজের সাথে বাগদান সেরেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। বেজোস-সানচেজ যুগলের ঘনিষ্ঠ এক সূত্র সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতার ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
২০১৯ সাথে নিজেদের সম্পর্কের বিষয়টি জনসম্মুখে আনেন বেজোস-সানচেজ। তবে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে ছবি তোলার বাইরে নিজেদের সম্পর্কের ব্যাপারে অনেকটাই গোপনীয়তা বজায় রেখেছিলেন এ যুগল।
২০২২ সালে ওয়াশিংটন ডিসির বাড়িতে সিএনএনকে একটি সাক্ষাৎকার দেন বেজোস-সানচেজ। সাক্ষাৎকারে নিজেদের জনহিতকর কাজ সম্পর্কে আলোচনা করেন তারা।
একইসাথে এমি পুরস্কারজয়ী সাংবাদিক সঙ্গী সানচেজকে বেজোস একটি 'অনুপ্রেরণা' হিসেবেও উল্লেখ করেন।
বেজোস বলেন, "সানচেজ আমার দেখা সবচেয়ে উদার ও বড় মনের মানুষ।"
২০২১ সালে নিজের মালিকানাধীন রকেট নিউ শেপার্ডে করে মহাকাশে ভ্রমণ করেছিলেন জেফ বেজোস। এবার তার সঙ্গী সানচেজও মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করেছেন। সাবেক সাংবাদিক হওয়ার পাশাপাশি একজন সাবেক হেলিকপ্টার পাইলটও তিনি।
২০১৯ সালে প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে বেজোসের দীর্ঘ ২৫ বছরের বিবাহ জীবনের ইতি ঘটে। ম্যাকেঞ্জি-বেজোস দম্পতির ঘরে চার সন্তান রয়েছে।
অন্যদিকে সানচেজ আগে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার প্রথম স্বামী ছিলেন সাবেক আমেরিকান ফুটবলার টনি গঞ্জালেজ এবং দ্বিতীয় স্বামী হলিউড এজেন্ট প্যাট্রিক হোয়াইটসেল।