৬৮ বছর বয়সে মারা গেলেন ডায়ার স্ট্রেইটস ব্যান্ডের গিটারিস্ট জ্যাক সনি
ব্রিটিশ রক ব্যান্ড ডায়ার স্ট্রেইটসের সাবেক গিটারিস্ট জ্যাক সনি ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ ব্যান্ডটির পক্ষ থেকে টুইটের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
পোস্টের ক্যাপশনে ব্যান্ডটি হ্যাশট্যাগ দিয়ে লিখেন, 'জ্যাক সনি, রেস্ট ইন পিস।' সাথে এই গিটারিস্টের সাদা-কালো একটি ফটোগ্রাফ সংযুক্ত করা হয়।
জ্যাক সনির জন্ম যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পেনসেলভেনিয়ার ইন্ডিয়ানায়। ১৯৭৮ সালে একটি গিটারের দোকানে কাজ করার সময় তিনি দুই ভাই গিটারিস্ট ডেভিড নফলার ও মার্ক নফলারের সাথে পরিচিত হন। তার এক বছর আগে বেজিস্ট জন ইলসলি ও ড্রামার পিক উইথার্সের সাথে মিলে দুই ভাই ডায়ার স্ট্রেইটস ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন।
'দ্য আদার গিটারিস্ট' নামে খ্যাত জ্যাক সনি 'ব্রাদার্স ইন আর্মস' অ্যালবামের মাধ্যমে ডায়ার স্ট্রেইটসের সাথে যাত্রা শুরু করেন। অ্যালবামটি মুক্তির পর আন্তর্জাতিকভাবে বেশ সফলতা অর্জন করে।
অ্যালবামটি বিলবোর্ড টপ ২০০ এ নয় সপ্তাহ ও যুক্তরাজ্যের টপ চার্টে ১৪ সপ্তাহ শীর্ষে অবস্থান করে। এছাড়াও ব্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অ্যালবামটি বিশ্বব্যাপী ৩০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে।
বিলবোর্ডের তথ্যমতে, 'ব্রাদার্স ইন আর্মস' হচ্ছে প্রথম অ্যালবাম যেটি সিডি ফরম্যাটে ১ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে।
গত বৃহস্পতিবার ফেসবুক পোস্টে ইলসলি বলেন, "জ্যাক সনির মৃত্যুর খবরটি শুনে আমি খুব দুঃখিত। 'ব্রাদার্স ইন আর্মস' ট্যুরে কাজ করার সময় আমরা তাকে পেয়েছিলাম। প্রিয় স্মৃতি!"
সংগীতচর্চার পাশাপাশি জ্যাক সনি একজন লেখকও ছিলেন। এছাড়াও তিনি 'দ্য লেজার ক্লাস উইথ জ্যাক সনি' নামের একটি পডকাস্ট প্রোগ্রাম হোস্ট করতেন।