সেলিব্রেটি ক্রিকেট লিগে তুঘলকি কাণ্ড, মারামারি করে ৬ জন হাসপাতালে!
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে 'সেলিব্রেটি ক্রিকেট লিগ'। এতে অংশ নিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। শুরুটা ঠিকভাবে হলেও শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সেলিব্রিটি ক্রিকেট লীগ জন্ম দিয়েছে অপ্রীতিকর ঘটনার।
শুক্রবার রাতে সেলিব্রেটি ক্রিকেট লিগে হয়েছে মারামারি ও হাতাহাতির ঘটনা। এদিন নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের ম্যাচ চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
মারামারির এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন। মারামারিতে আহত ব্যক্তিদের কাল রাতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হচ্ছেন: শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
গতকাল রাতে মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলার সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষ হওয়ার পর ফের উত্তেজনা সৃষ্টি হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে। এক পর্যায়ে দুই দলের মধ্যে বেধে যায় মারামারি।
নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ অপর পক্ষের খেলোয়াড়দের গায়ে হাত তুলেছেন বলে গণমাধ্যমে অভিযোগ করেছেন চিত্রনায়িকা রাজ রিপা।
দীপংকর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী বলেন, অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন নির্মাতা রাজ।
সংবাদ সংস্থা ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের চেয়ে বাইরের খেলোয়াড় বেশি রয়েছে বলে অভিযোগ করেছেন দীপংকর দীপনের দলের খেলোয়াড় অভিনেতা মনির খান শিমুল।
গণমাধ্যমে শিমুল বলেন, 'আমরা বলেছিলাম এই সেলিব্রেটি ক্রিকেট লিগ আর সেলিব্রেটিদের নাই। এত তারকা আসলে কোথায়। ৩-৪টা দল হলে হয়তো হতো। বস্তি থেকে ছেলে নিয়ে আসছে খেলাতে।'
শিমুল আরও বলেন, 'আমি এই পরিস্থিতির কারণে আইনের ব্যবস্থা নেব। এখানে হত্যাচেষ্টা হয়েছে।'
দীপংকর দীপন ও আয়োজকরা জানিয়েছেন, এ বিষয়ে তারা আনুষ্ঠানিক বক্তব্য ও ব্যাখ্যা দেবেন।
এদিকে মারামারিতে জড়ানোর পরপরই মাঠ ছেড়ে চলে যান মোস্তফা কামাল রাজ ও তার দলের সবাই। সেজন্য এ বিষয়ে তাদের মন্তব্য জানা যায়নি।
সেলিব্রেটি ক্রিকেট লিগে মোট আটটি দলে ভাগ হয়ে খেলছেন শোবিজের তারকাসহ কলাকুশলীরা। এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।