যেবার টম হল্যান্ডের অ্যাভেঞ্জার্স বোনাস চলে গিয়েছিল টম হল্যান্ডারের অ্যাকাউন্টে
ব্যাংক অ্যাকাউন্টে ভুল করে অন্যের অর্থ চলে আসাটা অস্বাভাবিক কিছু নয়, তবে সেই অঙ্কটা যদি মিলিয়নের ঘরে হয়, তবে সেটাকে বিরল ঘটনাই বলতে হবে বইকি।
আর এমনটাই ঘটেছে দ্য হোয়াইট লোটাস তারকা টম হল্যান্ডারের ক্ষেত্রে। সম্প্রতি তিনি জানিয়েছেন, একবার স্পাইডারম্যানখ্যাত টম হল্যান্ডের বোনাসের অর্থ তার অ্যাকাউন্টে চলে এসেছিল।
লেট নাইট-এর উপস্থাপক সেথ মেয়ার্সের সঙ্গে এক শোয়ে হল্যান্ডার জানান 'সংক্ষিপ্ত একটা সময়ের জন্য আমাদের দুজনের এজেন্ট একই ব্যক্তি ছিলেন। ফলে অ্যাকাউন্টস বিভাগের লোকজন হিসেবে গরমিল করে ফেলেন।'
মজা করে হল্যান্ডার বলেন, 'ব্যাপারটা বেশ কঠিনই, কারণ জানেনই তো আমি এ শিল্পে তার [টম হল্যান্ড] আগে এসেছিলাম কিন্তু সে আমার চেয়ে অনেক বেশি জনপ্রিয়।'
কীভাবে ওই গরমিলের কথা টের পেলেন তা নিয়ে হল্যান্ডার বলেন, একবার তিনি থিয়েটার দেখতে গিয়ে সেখানে তার এক বন্ধুকে ৩০০ পাউন্ড পারিশ্রমিক পেতে দেখেন।
'দর্শকদের মাঝে বসে আমার বেশ আত্মতৃপ্তি লাগছিল। কারণ তখন আমি সবে বিবিসি'র একটি শো করে ৩০ হাজার পাউন্ড পেয়েছি, ওই অর্থ দিয়ে আমার পরের বছরও দিব্যি চলে যাবে। আমি বসে বসে ভাবছিলাম, বাহ, ভালোই তো কামাচ্ছি আমি,' বলেন হল্যান্ডার।
পরে নিজের ইমেইল চেক করে তিনি দেখতে পান একটি ইমেইলের সাবজেক্টে লেখা: বক্স অফিস বোনাস ফর দ্য অ্যাভেঞ্জার্স।
'টাকার অঙ্কটা ছিল বিশাল। আর সেটা টমের বেতনও ছিল না, ছিল তার প্রথম বক্স অফিসের বোনাস। পুরো বক্স অফিসের নয়, কেবল প্রথমটার। আমি জীবনে যত টাকা দেখেছি, তার চেয়েও বেশি ছিল সেটা — একেবারে সাত অঙ্কের,' বলেন টম হল্যান্ডার।
সঙ্গে সঙ্গে তার আত্মতুষ্টির অনুভূতি মিইয়ে যায় বলে জানান ৫৬ বছর বয়সি এ অভিনেতা।