প্রেমের কারণে মুকুট ফিরিয়ে দিলেন মিস জাপান বিজয়ী ক্যারোলিনা শিনো
অবশেষে মুকুট ফিরিয়ে দিলেন মিস জাপান প্রতিযোগিতার বিজয়ী মডেল ক্যারোলিনা শিনো।
একটি ম্যাগাজিনে বিবাহিত পুরুষের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ হওয়ার জেরে এই খেতাব ত্যাগ করেছেন তিনি।
গত মাসে অনুষ্ঠিত মিস জাপান প্রতিযোগিতায় বিজয়ী হন ইউক্রেনে জন্মগ্রহণকারী ২৬ বছর বয়সী শিনো। এরপরই জনসাধারণের মধ্যে তাকে নিয়ে বিতর্ক শুরু হয়।
কেউ কেউ তার বিজয়কে স্বাগত জানালেও অনেকের মতে, তিনি ঐতিহ্যগতভাবে জাপানি সৌন্দর্যের আদর্শের প্রতিনিধিত্ব করেন না।
এই বিতর্কের মধ্যেই স্থানীয় একটি ম্যাগাজিন বিবাহিত এক পুরুষের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ করে।
শুকান বুনশুনের এক নিবন্ধে বলা হয়েছে, মিস শিনো একজন বিবাহিত প্রভাবশালী ডাক্তারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
গত সপ্তাহে এই প্রতিবেদন প্রকাশিত পর প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রতিযোগিতার আয়োজকরা শিনোর পক্ষ নিয়ে বলেন, তিনি জানতেন না ওই ব্যক্তি বিবাহিত।
তবে সোমবার আয়োজকরা জানান, ওই ব্যক্তির বিয়ে ও সংসার সম্পর্কে শিনো জানতেন বলে স্বীকার করেছেন।
মিস জাপান অ্যাসোসিয়েশন জানিয়েছে, সবাইকে বিভ্রান্ত করার জন্য শিনো ক্ষমা চেয়েছেন এবং আয়োজকরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
মিস শিনো সোমবার এক বিবৃতিতে তার ভক্ত ও সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।
এসময় তিনি বলেন, ম্যাগাজিনের নিবন্ধটি প্রকাশ হওয়ার তিনি 'বিভ্রান্তি ও ভয়ের কারণে সত্য বলতে পারেননি'।
তিনি বলেন, 'আমি যে বিশাল সমস্যা তৈরি করেছি এবং যারা আমাকে সমর্থন করেছিল তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য আমি সত্যিই দুঃখিত'।
প্রতিযোগিতার ইতিহাসে একটি বিরল ঘটনা উল্লেখ করে আয়োজকেরা জানান, মিস জাপান খেতাব এখন বছরের বাকি সময় শূন্য থাকবে।
গত ২২ জানুয়ারি ইউরোপীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে শিনোকে এই পুরস্কার দেওয়া হয়।
তিনি পাঁচ বছর বয়সে তার মায়ের সঙ্গে জাপানে যাওয়ার আগে ইউক্রেনে জন্মগ্রহণ করেন এবং তার সৎ-বাবার জাপানি টাইটেল গ্রহণ করেন।
তিনি অনর্গল জাপানি ভাষায় কথা বলতে ও লিখতে পারেন।
প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরে দেওয়া বক্তৃতায় তিনি বলেছিলেন, 'আমাকে অনেকবার জাপানি হিসাবে গ্রহণ করা হয়নি, তবে আজ জাপানি হিসেবে স্বীকৃতি পেয়ে আমি কৃতজ্ঞ।'