ওয়েব সিরিজ দিয়ে অভিষেক হতে যাচ্ছে আরিয়ান খানের
শাহরুখ খানের পথেই হাঁটতে চলেছেন ছেলে আরিয়ান খান। শীঘ্রই তিনি শুরু করতে যাচ্ছেন নিজের বলিউড ক্যারিয়ার।
তবে, শাহরুখ খানের মতো ক্যামেরার সামনে নয়, আরিয়ান কাজ করবেন ক্যামেরার পিছনে। টিনসেল টাউনের খবর অনুসারে, আরিয়ান খান লেখক হিসেবে শুরু করবেন নিজের ক্যারিয়ার। আপাতত তিনি একটি ওয়েব সিরিজের জন্য গল্প লিখছেন, সাথে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করে দিয়েছেন।
ওটিটি-র জন্য আরিয়ান যে গল্পটি লিখছেন, তা ওটিটি প্ল্যাটফর্মে অনুমোদন পাওয়া নিয়ে কথা চলছে। এছাড়া, যে সিনেমার জন্য তিনি গল্প লিখছেন তা প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ।
২০২০ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টস, সিনেম্যাটিক আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন আরিয়ান খান। এরপর মাদক মামলায় জড়িয়ে পড়ায় মাসখানেক হাজতবাস, নানা নেতিবাচক খবর, এনসিবি-র অফিসে হাজিরা দেওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। তবে এ বছরের শুরুতেই আইপিএলের অকশনে দেখা যায় তাকে বোন সুহানার সাথে।
প্রসঙ্গত, পড়াশোনা শেষ করে নিউইয়র্ক থেকে ফিরে এসেছেন সুহানাও। খুব শীগ্রই বলিউডে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরুর কথা আছে তার। আর্চি কমিক্সের বলিউড সংস্করণ বানাচ্ছেন জোয়া আখতার। আর সেই ছবিতেই অভিনয় করার কথা আছে তার।
- সূত্র: হিন্দুস্তান টাইমস