ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দিতে চান বেনেডিক্ট কাম্বারব্যাচ
ইউক্রেনের শরণার্থীদের আবাসনের জন্য চালু করা নতুন সরকারি স্কিমের আওতায় তাদের আশ্রয় দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। রোববার বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমকে এই কথা বলেন 'শার্লক হোমস' খ্যাত অভিনেতা।
২০২২ সালের অস্কারের জন্য ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত চলচ্চিত্র 'দ্য পাওয়ার অব দ্য ডগ'। স্বভাবতই, আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন 'ডক্টর স্ট্রেঞ্জ'। রবিবার লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে ব্রিটিশ একাডেমী ফিল্ম অ্যাওয়ার্ডস এর লাল গালিচায় হাজির হয়েছিলেন এই অভিনেতা। সেখানেই ইউক্রেন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।
বেনেডিক্ট কাম্বারব্যাচ বলেন, "এটা অত্যন্ত দুঃখজনক যে ইউক্রেন থেকে মাত্র আড়াই ঘণ্টার দূরত্বে থেকে আমাদের সামনে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।"
নিজের জ্যাকেটে ইউক্রেনের পতাকার হলুদ-নীল চিহ্ন সংবলিত ব্যাজ লাগিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন 'দ্য ইমিটেশন গেম' অভিনেতা।
তিনি আরও বলেন, "আমাদের শুধু ব্যাজ পরলেই চলবে না। আমাদের ইউক্রেনের জনগণের জন্য দান করতে হবে, রাজনীতিবিদদের চাপ দিতে হবে এবং শরণার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের সবারই উচিত তাদের যতটা সম্ভব সাহায্য করা। অনেকেই স্বেচ্ছায় তাদেরকে আশ্রয় দিতে চাইছে। আশা করছি, আমি নিজেও এই উদ্যোগে যোগ দিতে পারবো।"
ইউক্রেনের শরণার্থীদের জন্য 'হোমস ফর ইউক্রেন' নামক স্কিম চালু করেছে যুক্তরাজ্য সরকার। এই স্কিমের আওতায় দাতা সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক গোষ্ঠীর সদস্যরা চাইলে নিজেদের বাড়িতে শরণার্থীদের আশ্রয় দিতে পারবেন।
সূত্র: রয়টার্স