পরিবার দাসমালিক হওয়ায় ক্ষতিপূরণ দিতে হতে পারে ‘শার্লক’খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচকে
'শার্লক'খ্যাত ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচের পরিবার অতীতে দাসমালিক ছিল। আর তার জন্য এখন অভিনেতাকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। খবর স্প্যানিশ গণমাধ্যম এল পাইস-এর।
সাবেক ব্রিটিশ কলোনি বারবাডোসে বেনেডিক্টের পূর্বপুরুষ জশুয়া কাম্বারব্যাচের অনেক দাসভৃত্য ছিল। ১৭২৮ সালে উত্তর বারবাডোসে ক্লিল্যান্ড ইক্ষু খামার কিনেছিলেন তিনি। বারবাডোস বর্তমানে দাসমালিকদের পরিবার থেকে ক্ষতিপূরণ চাইছে।
জশুয়ার খামারে ২৫০ জন দাস কাজ করেছিলেন বলে জানা যায়। প্রায় এক শতক ধরে কাম্বারব্যাচ পরিবারের মালিকানায় ছিল ওই খামার। এর মাধ্যমেই বিত্তশালী হয়েছে পরিবারটি।
১৮৩৪ সালে দাসপ্রথা বিলুপ্ত হওয়ার পর তথাকথিত 'সম্পদ হারানোর' জন্য দাসমালিকদের ক্ষতিপূরণ দিয়েছিল ব্রিটিশ সরকার। তার অংশ হিসেবে ৬,০০০ পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছিল কাম্বারব্যাচ পরিবার। বর্তমানে এ অর্থ প্রায় ১.১ মিলিয়ন ডলারের সমান।
ব্রিটিশ নিয়মের অধীনে প্রায় ৪০০ বছর থাকার পর ২০২১ সালের নভেম্বর মাসে নিজেদের স্বাধীন রিপাবলিক হিসেবে ঘোষণা করে বারবাডোস। শ্বেতাঙ্গ দাস মালিকদের পরিবার থেকে ক্ষতিপূরণ চাওয়ার উদ্দেশ্যে সম্প্রতি দেশটি একটি কমিশন তৈরির বিষয়ে কাজ শুরু করেছে।
এসব ক্ষতিপূরণ হাসপাতাল, বিদ্যালয় ইত্যাদি খাতে এবং দেশটির অবকাঠামো ও ঘরবাড়ির উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ক্যারিবিয়ান মুভমেন্ট ফর পিস অ্যান্ড ইন্টিগ্রেশন-এর মহাসচিব ডেভিড ডেনি।
ব্রিটিশ এমপি উইলিয়াম উইলবারফোর্সের দাসব্যবসায়র বিরুদ্ধে লড়াই নিয়ে তৈরি সিনেমা অ্যামেজিং গ্রেস (২০০৬) ও অস্কারজয়ী ১২ ইয়ার্স আ স্লেভ (২০১৩)-এ অভিনয় করার সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে বেনেডিক্ট জানিয়েছিলেন, তিনি তার পূর্বপুরুষদের দাসব্যবসায় নিয়ে অনুতপ্ত বোধ করেছিলেন।