বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে ইনস্টাগ্রামে নিষিদ্ধ কানিয়ে ওয়েস্ট
বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে ইনস্টাগ্রামের নীতি লঙ্ঘন করায় ২৪ ঘন্টার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমটি থেকে নিষিদ্ধ হয়েছেন র্যা পার কানিয়ে ওয়েস্ট।
প্রযুক্তিগত প্রতিষ্ঠান মেটা'র এক মুখপাত্র জানিয়েছেন, 'বিদ্বেষমূলক মন্তব্য, হেনস্থা ও নিপীড়ন' প্রসঙ্গে ইনস্টাগ্রামের নিজস্ব নীতি ভঙ্গ করেছেন কানিয়ে। তাই আগামী ২৪ ঘন্টা তিনি কোনো পোস্ট দিতে পারবেন না এবং মন্তব্য করা বা কাউকে ম্যাসেজও পাঠাতে পারবেন না।
এর একদিন আগেই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে 'দ্য ডেইলি শো' এর হোস্ট ট্রেভর নোয়াহ'র উদ্দেশ্যে কটূক্তি করেন কানিয়ে। নোয়াহ তার মঙ্গলবারের নিয়মিত শোতে কানিয়ে, তার সাবেক স্ত্রী কিম কার্দাশিয়ান ও কার্দাশিয়ানের প্রেমিক পিট ডেভিডসনকে নিয়ে আলোচনায় করায় ক্ষুদ্ধ হয়ে এ কাজ করেন কানিয়ে।
শুধু তাই নয়, প্রায়ই ইনস্টাগ্রামে নিজের সাবেক স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন জনপ্রিয় এই র্যাপার। তার দাবি, কার্দাশিয়ান তাকে তার সন্তানদের সাথে সাক্ষাত করা থেকে দূরে রাখছেন।
এদিকে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, কানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আচরণ অব্যহত রাখলে, তারা তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া