জাডা পিঙ্কেটের ‘সম্মান রক্ষার’ দায়িত্ব কি উইল স্মিথের?
দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার মতো ঘটনা প্রতিবারের অস্কারেই ঘটে। তবে, এবারের ৯৪তম আসরে স্পটলাইটে আসা ঘটনাটি জন্ম দিয়েছে অসংখ্য বিতর্কের।
জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করায় মঞ্চে উঠে আমেরিকান কমেডিয়ান ও এবারের সঞ্চালক ক্রিস রকের গায়ে সজোড়ে চড় বসান উইল স্মিথ।
এ ঘটনাটি যে খবরের শিরোনাম হতে চলেছে- তা বুঝতে পেরেছিলেন ক্রিস রক। স্মিথ মঞ্চ থেকে নেমে যাওয়ার পরপরই একে 'টেলিভিশনের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাত' বলে উল্লেখ করেন ক্রিস।
মঞ্চের এই ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পরে কিছুসময় পরই। অনেকেই স্মিথের প্রতিক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন। ক্রিসকে চড় মেরে তিনি তার 'স্ত্রীর সম্মান রক্ষা করছেন' বলে মন্তব্য করেন তারা।
কিন্তু এ কথাও মনে রাখতে হবে যে, ভালোবাসার মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য সহিংসতা ছাড়াও অন্য উপায় আছে। তবে এক্ষেত্রে মূলত যে প্রশ্নটি রয়ে যায় তা হলো- নারীর 'সম্মান' রক্ষায় কি এখনও তাদের একজন পুরুষ দরকার?
অনেকেই উইল স্মিথের কাজটির প্রশংসা করলেও অন্যদের মতে, জাডা পিঙ্কেট স্মিথ একজন প্রাপ্তবয়স্ক নারী এবং তিনি যদি চান তবে নিজেকে 'রক্ষা' করতে তিনি পুরোপুরি সক্ষম।
এ ঘটনার কিছু সময় পর, বায়োপিক 'কিং রিচার্ড' এ ভেনাস এবং সেরেনা উইলিয়ামসের বাবা রিচার্ড উইলিয়ামসের চরিত্রে অভিনয়ের জন্য স্মিথ সেরা অভিনেতার পুরস্কার জেতেন।
পুরস্কার গ্রহণের বক্তৃতায় তিনি তার আচরণের জন্য একাডেমি এবং তার সহকর্মীদের কাছে ক্ষমা চান।
তবে, নিজের প্রতিক্রিয়ার পক্ষ নিয়ে তিনি বলেন, "রিচার্ড উইলিয়ামসকে লোকেরা একজন পাগল হিসেবে উল্লেখ করেছিল। আমাকেও সেরকমই একজন পাগল বলে মনে হচ্ছে। কিন্তু, ভালোবাসা একটি জিনিস যা মানুষকে পাগলামো করতে বাধ্য করবেই।"
তার কথাগুলো পরবর্তীতে আরও সমালোচনার জন্ম দেয়।
তবে, অনেকের মতেই এ ঘটনায় দুজনেরই দোষ ছিল। অনেকেই একে 'টক্সিক ম্যাসকুলিনিটি' হিসেবেও আখ্যা দিয়েছেন।
কিন্তু একটা জিনিস স্পষ্ট: নেটে ছড়িয়ে পড়া খবরের শিরোনামগুলো সবই ক্রিস রক এবং উইল স্মিথকে কেন্দ্র করে লেখা। অথচ এই ঘটনার কেন্দ্রে থাকা একজন নারী, জাডা পিঙ্কেট স্মিথ যেন এই পুরো ইস্যুতেই অনুপস্থিত!
২৭ তারিখ রাতে একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন রসিকতা করতে করতে এক পর্যায়ে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা শুরু করেন ক্রিস রক।
"আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় আছি।" ওই মন্তব্য শুনে অসন্তুষ্ট হন একেবারে সামনের সারিতে বসে থাকা জাডা। তার মুখভঙ্গি দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
এর পরই উঠে দাঁড়ান স্মিথ। মঞ্চে উঠে কোনো কথা না বলেই সজোরে ক্রিসের গালে একটি চড় বসিয়ে দেন! আচমকা চড় খেয়ে কিছুক্ষণের জন্য হচকচিয়ে গিয়েছিলেন ক্রিস, কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেন।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র 'জি আই জেন'-এ মূল নারী চরিত্রের অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে সেসময় আলোচনার ঝড় ওঠে। স্মিথের স্ত্রী জাডারও চুল কম। এ কারণেই সম্ভবত রসিকতা করে জাডাকে 'জি আই জেন ২'-এর নায়িকার ভূমিকায় দেখার ইচ্ছার কথা বলে রসিকতা করেন ক্রিস।
উল্লেখ্য, 'অ্যালোপেশিয়া' নামের এক রোগে আক্রান্ত জাডা। এই রোগের কারণে মাথার চুল পড়ে যায়। তাই স্ত্রীর অসুস্থতা নিয়ে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রসিকতা শুরু করলেই মেজাজ হারিয়ে এ ঘটনা ঘটান স্মিথ।
- সূত্র- হাফপোস্ট