ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে আলোচিত ছবি হতে চলেছে ‘পাঠান’!
এই মুহূর্তে হিন্দি সিনেমা প্রেমীদের মাঝে অন্যতম আলোচিত ছবির নাম 'পাঠান'। শাহরুখ খানের এই কামব্যাক ছবিকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে দর্শকদের মাঝে। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম দুই মুখ্যচরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। সম্প্রতি, স্পেনে ১৭ দিনের শ্যুটিং শিডিউল শেষ হয়েছে পাঠান-এর।
এবার এই ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। খোলাখুলি জানালেন, পাঠান ছবিকে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে জমজমাট ছবি বানাতে চান তিনি!
কেমন চলছে পাঠান-এর শ্যুটিং? স্পেনেই বা কীরকম চললো ছবির কাজ? পরিচালক জানান, তারা যা আশা করেছিলেন তারচেয়েও ভালোভাবে হয়েছে সবকিছু। সিদ্ধার্থ আনন্দের মতে, এই ছবি যেহেতু সবদিক থেকেই বড়, তাই প্রথম থেকেই তিনি চেষ্টা করে যাচ্ছেন যেন সবদিকেই তা সমানভাবে বজায় থাকে। আর এই মুহূর্তে ছবির কাজ পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে দেখে বেশ নিশ্চিন্ত তিনি। এছাড়া, এত বড় মাপের ছবির শ্যুটিং ও যাবতীয় কাজ যে কোনো বিপত্তি ছাড়াই বেশ মসৃণ গতিতে চলছে দেখে, তিনি আরও নিশ্চিন্ত হতে পেরেছেন।
কথায় কথায় সিদ্ধার্থ জানান, পাঠান-এর সুবাদেই ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ। তাই স্বভাবতই এই ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। তাই এই ছবিকে তাদের মনমতো করার জন্য ঠিক যা যা করা প্রয়োজন, তাই তিনি করছেন। নিজের পরিচালিত প্রতিটি ছবিই আগেরটির তুলনায় উন্নত মানের এবং বড় স্কেলের বানাতে সচেষ্ট থাকেন সিদ্ধার্থ। কিন্তু এবারে ব্যক্তিগতভাবে পাঠান নিয়ে তিনি রীতিমতো মাটি কামড়ে পড়ে আছেন। জানালেন, ভারতীয় ছবির ইতিহাসে এই ছবিকে সবচেয়ে জমাটি ছবি করে তোলাই তার লক্ষ্য।
- সূত্র: হিন্দুস্তান টাইমস