ঈদে শ্রাবণ্যর অভিনয়, নাচ ও উপস্থাপনা
আসছে ঈদুল ফিতরে নানা ধরনের কাজ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। অনেকগুলো চ্যানেলে দেখা যাবে তাকে। উপস্থাপনার পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন তিনি।
ঈদের কাজ নিয়ে শ্রাবণ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "উপস্থাপনা অনেকদিন ধরে করলেও এবার বেশ ব্যতিক্রম কিছু অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। ঈদের সাতদিন প্রচারিত হবে 'উৎসবের রান্না' নামের একটি অনুষ্ঠান। জিটিভির এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত সব বাবুর্চি। যেমন বোবার বিরিয়ানী খুব বিখ্যাত বিরিয়ানী। এই বিরিয়ানী যে বাবুর্চি রান্না করেন তাকে হাজির করেছি আমার অনুষ্ঠানে। এরকম আরও অনেক বিখ্যাত বাবুর্চি উপস্থিত থাকবেন একেকটি পর্বে।"
এছাড়া এসএ টিভিতে সেলিব্রেটি টক শো উপস্থাপনা করেছেন। তার অতিথি হয়ে এসেছেন অপু বিশ্বাস, ববি, তমা মির্জা, নিরব, ইমন, আঁখি আলমগীরের মতো তারকারা।
ঈদের সাতদিন লাইভ দেখা যাবে শ্রাবণ্যকে। তার উপস্থাপনায় দেশের ব্যান্ড শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠান লাইভ প্রচার করবে দেশ টিভি।
তবে উপস্থাপনাই শুধু নয়, এটিএন বাংলায় দেখা যাবে শ্রাবণ্যর নাচ। সংগীতশিল্পী কনার গাওয়া 'আমার ইচ্ছেগুলো' গানের সঙ্গে নাচবেন তিনি। এটিএন বাংলা ও বিটিভিতেও অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি।
এছাড়া দীপ্ত টিভিতে প্রচারিত হবে শ্রাবণ্য অভিনীত নাটক 'প্রেমিকারা যেমন হয়'। মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটিতে তার সঙ্গে দেখা যাবে অ্যালেন শুভ্রকে।
এত কাজ নিয়ে শ্রাবণ্য বলেন, "কোভিডের কারণে গত দুই বছর খুব বেশি কাজ করা হয়নি। তাছাড়া আমার অন্য আরেকটা পেশা আছে। সেটা ডাক্তারি। ওটা সামলে তবেই কাজ করতে হয়। তাই চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে ভালো কিছু কাজ দর্শকদের উপহার দেয়ার। আশা করছি তাদের ভালো লাগবে।"