পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণ
মারা গেছেন সঙ্গীতজগতের কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা।
ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার ভারতের শহর মুম্বাইয়ে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের 'সন্তুর' নামক বাদ্যযন্ত্রটিকে শাস্ত্রীয় সঙ্গীতের মূল ধারায় নিয়ে আসার কৃতিত্ব শিবকুমার শর্মার। হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে তিনি বলিউডের মূল ধারার ছবিতে সঙ্গীত রচনা করেছেন। তার মধ্যে অন্যতম 'সিলসিলা'।
১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্ম শিবকুমারের। তার বাবা উমা দত্তশর্মা ছিলেন প্রথিতযশা সঙ্গীত শিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তার বাবার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।
'সন্তুর' যন্ত্রটি নিয়ে পরবর্তীকালে নানা পরীক্ষা-নিরীক্ষা করেন শিবকুমার।
এমনকি তার কালজয়ী সঙ্গীত উপস্থাপনে তিনি বেশ কয়েকবারই এসেছেন বাংলাদেশে। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সংগীত উৎসবে সন্তর দিয়ে পরিবেশন করে তিনি মাতিয়ে গেছেন ঢাকার মঞ্চ।
সঙ্গীত নাটক অ্যাকাডেমিসহ জাতীয় এবং আন্তর্জাতিক বহু পুরস্কার পেয়েছেন শিবকুমার শর্মা। ২০০১ সালে তিনি পদ্মবিভূষণ পদকে ভূষিত হন। এ ছাড়াও আমেরিকার সম্মানজনক নাগরিকত্ব দেওয়া হয় তাকে।
তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ শোকপ্রকাশ করেছেন অনেকেই।
মোদী লিখেছেন, "আমাদের সাংস্কৃতিক জগৎ রিক্ত হল পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে। 'সন্তুর' যন্ত্রটিকে তিনি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা করেছেন।"
মমতা টুইট করেন, "পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে গভীরভাবে শোকপ্রকাশ করছি। তিনি শুধু যে বিখ্যাত সন্তুরবাদক ছিলেন তা নয়, বহু ভারতীয় চলচ্চিত্রে সুরও করেছেন তিনি।"