নুহাশ হুমায়ূনের সঙ্গে অ্যানোনিমাস কন্টেন্ট ও সিএএ‘র চুক্তি
যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাউথ বাই সাউথ-ওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র `মশারি'র পরিচালক নুহাশ হুমায়ূন এবার অ্যানোনিমাস কন্টেন্ট ও সিএএর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
২২ মিনিটের ভৌতিক এ স্বল্পদৈর্ঘ্যটি প্রদর্শনের মধ্য দিয়ে এবারই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্রের প্রিমিয়ার হয় আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে।
পুরো পৃথিবী দানবের মতো রক্তপিপাসু মশার কাছে যেখানে পর্যদুস্ত, সেখানে কেবল বাংলাদেশে বেঁচে যাওয়া দুই বোন নিজেদের রক্ষায় আশ্রয় নিয়েছে মশারির নিচে। এমন দৃশ্য দেখানো নুহাশ হুমায়ূনের এ চলচ্চিত্রটি এরইমধ্যে জিতে নিয়েছে অ্যাটলান্টা ফিল্ম ফেসটিভালস এর বেস্ট ন্যারেটিভ শর্ট পুরস্কার।
ইতোমধ্যে এসএক্সএসডব্লিউ ছাড়াও, সানডেন্স, ফিল্ম ইনডিপেন্ডেন্ট ও স্ক্রিনক্রাফটের সহযোগিতাও পেয়েছেন নুহাশ। স্ক্রিনক্রাফট ২০২২ এর ফিল্ম ফান্ড জুরি বিজয়ী এবং সানডেন্স স্ক্রিনরাইটারস ইনটেনসিভ-এ প্রথম বাংলাদেশি ফেলো তিনি।
এছাড়া তার `মুভিং বাংলাদেশ' নামে চলচ্চিত্রটি এখন প্রি-প্রোডাকশনে রয়েছে।
নুহাশ ডেডলাইনকে বলেন, "প্রথমবার আমার দেশের নাম শুনেছিলাম মিউনিখ চলচ্চিত্রে। সেখানে `বাংলাদেশকে খাওয়ানোর জন্য এই টেবিলে পর্যাপ্ত খাবার আছে' এমন একটি ডায়ালগ শুনেছিলাম।"
ব্যক্তিগত, সাংস্কৃতিক ও রাজনৈতিক ঘরানার গল্প বলতে ভালোবাসেন উল্লেখ করে নুহাশ বলেন, "বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াকে গঁৎবাধা ধারণার বাইরে উপস্থাপন করাই আমার লক্ষ্য। আমাদের কাছে বলার মতো শক্তিশালী, রোমাঞ্চকর গল্প রয়েছে। এসি এবং সিএএ- এর সঙ্গে মিলে আমি এমন কিছু গল্প বলবো যা সর্বজনীন।"
প্রসঙ্গত, হলিউডের বিখ্যাত পরিচালক ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় ২০০৫ সালে মুক্তি পায় মিউনিখ। ৭০-৮০ দশকে বাংলাদেশের খাদ্য ঘাটতিকে ইঙ্গিত করে মিউনিখ সিনেমার ডায়ালগটি নিয়ে পরবর্তীতে অনেক সমালোচনাও হয়।
ভিন্নধর্মী লেখক, পরিচালক. অভিনেতা ও কমেডিয়ানদের উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম হচ্ছে এনোনিমাস কনটেন্ট বা এসি।
সম্প্রতি মিডিয়া কোম্পানিটি অ্যাপল টিভি ও নেটফ্লিক্সের জন্য বেঞ্জামিন ক্লেরির সায়েন্স ফিকশনধর্মী ড্রামা সোয়ান সং, নেটফ্লিক্সের জন্য জর্জ ক্লুনির দ্য মিডনাইট স্কাই সম্পর্কে তথ্য প্রকাশ করে।
অন্যদিকে, সিএএ মূলত চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, খেলাধুলা, ডিজিটাল মিডিয়া এবং মার্কেটিং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে।
- সূত্র- ডেডলাইন