ম্যাডোনার বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেলেন জুলিয়া গার্নার
পপ তারকা ম্যাডোনাকে নিয়ে ইউনিভার্সাল পিকচারস এর আসন্ন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এমি অ্যাওয়ার্ডজয়ী তারকা জুলিয়া গার্নার। ভ্যারাইটি ম্যাগাজিন সূত্রে জানা গেছে, পপ তারকার বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রের জন্য জুলিয়াই প্রযোজকদের প্রথম পছন্দ।
তবে চূড়ান্ত হওয়ার আগে বেশ জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে গার্নারকে। পপ তারকার নিজস্ব কোরিওগ্রাফারের সাথে কোরিওগ্রাফি এবং স্বয়ং ম্যাডোনার সঙ্গে বই পড়া ও গান গাওয়ার সেশন পার করতে হয়েছে অভিনেত্রীকে। এখন শুধু জুলিয়ার কাছ থেকে 'হ্যাঁ'-সূচক উত্তর পাওয়ার অপেক্ষা।
কিন্তু আরও বড় চমক হলো, ছবিটি পরিচালনা করবেন ম্যাডোনা নিজে এবং প্রযোজনা করবেন অ্যামি প্যাসকেল। তবে ছবির বাকি কলাকুশলীদের নাম এখনো চূড়ান্ত হয়নি।
নেটফ্লিক্সের ক্রাইম ড্রামা সিরিজ 'ওজারক'-এ রুথ ল্যাংমোরের চরিত্রে অভিনয় করে এমি অ্যাওয়ার্ড জিতেছেন জুলিয়া গার্নার। সম্প্রতি শনডা রাইম সিরিজ 'ইনভেন্টিং আনা'তেও দেখা গেছে এই অভিনেত্রীকে।
সূত্র: ভ্যারাইটি