পুতিনের আদেশ সকল ইউক্রেনীয়র জন্য রাশিয়ার নাগরিকত্ব লাভ সহজ করেছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন- যার বলে ইউক্রেনের সকল নাগরিকের জন্য রুশ নাগরিকত্ব লাভের প্রক্রিয়া সহজ করা হয়েছে। আজ সোমবার (১১ জুলাই) রাশিয়ার সরকারি একটি ওয়েবসাইটে পুতিন স্বাক্ষরিত আদেশনামাটি প্রকাশিত হয়েছে।
এর আগে ইউক্রেন থেকে বিচ্ছিন্নতাকামী ডনবাস অঞ্চলের দুটি প্রদেশ- দনেয়স্ক পিপলস রিপাবলক (ডিপিআর) এবং লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এর অধিবাসীদের জন্য এমন সুবিধা দেওয়া হয়েছিল। আর ছিল ইউক্রেনের রুশ দখলীকৃত এলাকা খেরসন ও জাপ্রোইঝিয়া অঞ্চলের বাসিন্দাদের জন্যও।
তবে এখন সমস্ত ইউক্রেনীয় নাগরিকের জন্য সহজে রাশিয়ান নাগরিক হওয়ার প্রক্রিয়াকে বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা- তাস এজেন্সি।
- সূত্র: রয়টার্স