শিস দেওয়ার সন্দেহে ৭ ছাত্রের চুল কাটলেন ভারতের এক স্কুলের শিক্ষক
ক্লাসে শিস দেওয়ার সন্দেহে শাস্তি হিসেবে কাঁচি দিয়ে ছাত্রদের চুল কেটে দিয়েছেন ভারতের এক স্কুলের প্রধান শিক্ষক। দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ স্কুলের ঘটনা এটি।
প্রধান শিক্ষকের এমন আচরণে ক্ষুব্ধ স্কুলটির অভিভাবকরা।
জানা যায়, স্কুলের নবম শ্রেণিতে তখন ভৌতবিজ্ঞানের ক্লাস চলছিল। অভিযোগ, সেই ক্লাস চলাকালীন শিস দেয় কোনও এক ছাত্র। ক্লাসে থাকা শিক্ষক জানতে চান কে এই কাজ করেছে। তবে কেউ কিছু জানায়নি।
কোনো উত্তর না পেয়ে সন্দেহের বশে ৭ জন ছাত্রকে নিয়ে যাওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রাণী মজুমদারের অফিস রুমে। তিনি সেই ছাত্রদের থেকে জানতে চান যে কে শিস দিয়েছিল। জবাব না পেয়ে ওই ৭ জন ছাত্রের মাথার চুল কেটে দেন তিনি।
কে শিস দিয়েছে তা না জেনে এভাবে সাতজনকে চুল কেটে দেওয়ার মতো শাস্তি দেওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। প্রধান শিক্ষকের শাস্তির দাবিও উঠিয়েছেন তারা।
তাদের দাবি, ভুল করলে শাস্তি অনেক রকমের হতে পারত। তবে এভাবে স্কুলেই কাঁচি দিয়ে চুল কেটে দেওয়ার বিষয়টি তারা মানতে পারছেন না।
যে সাতজনের চুল কাটা হয়েছে, তারা আদৌ শিস দিয়েছিল কি না, তা না জেনেই এমন কাজ করায় এ ঘটনায় আরও ক্ষোভ ছড়িয়েছে।