‘নরকে’ পরিণত হয়েছে ডনবাস: জেলেনস্কি
রুশ ও ইউক্রেনীয় বাহিনীর লড়াইয়ে 'নরকে' পরিণত হয়েছে ডনবাস অঞ্চল। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় এমনটিই দাবি করেছেন।
ইউক্রেনীয়দের উদ্দেশ্যে ৫ মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি জানান, লোকবল ও আর্টিলারির দিক থেকে রুশ বাহিনী যেই সুবিধাজনক অবস্থানে রয়েছে, তা ভাঙতে সক্ষম নয় ইউক্রেনী সামরিক বাহিনী। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে হিমার্স রকেট লঞ্চারের মতো শক্তিশালী অস্ত্র সরবরাহের আবেদন জানান তিনি।
অস্ত্রের পরিমাণের দিক দিয়ে কিয়েভ পিছিয়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, "যুদ্ধের ময়দানে এটি (অস্ত্র স্বল্পতা) খুব অনুভূত হচ্ছে, বিশেষ করে ডনবাসে।"
"নরক দেখা যাচ্ছে সেখানে", যোগ করেন জেলেনস্কি।
সেইসঙ্গে, রকেট আর্টিলারি পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ন্যাটোকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি আরও বলেন, রুশ দখলদারদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে এগুলো খুবই কার্যকর প্রমাণিত হয়েছে।
ইউক্রেনে এখন পর্যন্ত ১৬টি উচ্চ গতি সম্পন্ন আর্টিলারি রকেট সিস্টেম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার দাবি, এগুলোর মধ্যে অন্তত ৪টি ধ্বংস করেছে রুশ বাহিনী। যদিও বিষয়টি ইউক্রেন ও পেন্টাগন অস্বীকার করেছে।
২০১৫ সাল থেকে দোনেৎস্কের কাছাকাছি অঞ্চল সামরিক বাহিনী দ্বারা সুরক্ষিত হলেও গত সপ্তাহ থেকে এ অঞ্চলে দুই বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়েছে।
মিনস্ক চুক্তি বাস্তবায়নে কিয়েভের ব্যর্থতা উল্লেখ করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সৈন্য পাঠায় রাশিয়া। চুক্তি অনুযায়ী, ইউক্রেনের মধ্যে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ইউক্রেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রেমলিন ডনবাসের এই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে শান্তি স্থাপনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে।
- সূত্র: রাশিয়া টুডে