ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে ১২৯ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় একটি ফুটবল মাঠে খেলা শেষে দাঙায় পদদলিত হয়ে কমপক্ষে ১২৯ জন নিহত এবং প্রায় ১৮০ জন আহত হয়েছে।
গতকাল শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলের মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
পূর্ব জাভা প্রদেশে শনিবার রাতে আরেমা এফসি এবং পার্সেবায়া সুরাবায়ার নামের দুই ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকেরও বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এটাই ছিল আরেমার প্রথম হার।
কিন্তু এরপরই ক্ষুদ্ধ হয়ে উঠে পরাজিত দলের সমর্থকরা। তারা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এতে হুড়োহুড়িতে অনেকে পদদলিত হন। এছাড়া দমবন্ধ হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি এক বিবৃতিতে জানান, স্টেডিয়ামের ভেতরে ৩২ জনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে এ ঘটনার ক্ষমা চেয়েছে ইন্দোনেশিয়া সরকার। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাসও দেয় তারা।
ইন্দোনেশিয়ায় এর আগেও ম্যাচ ঘিরে উত্তেজনা ও সহিংসতার সৃষ্টি হয়েছে। ক্লাবগুলোর মধ্যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা থেকেই প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকরা।
দেশটির ক্রীড়ামন্ত্রী জয়নুদ্দিন আমালি বলেন, মাঠে খেলা দেখতে এখন থেকে দর্শকদের উপস্থিতির বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া খেলার মাঠে নিরাপত্তা আরও জোরদার করা হবে।
- সূত্র: রয়টার্স