বাতিল হওয়া নর্ড স্ট্রিম-২ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মানির বাতিল করা নর্ড স্ট্রিম ২ পাইপলাইন দিয়ে ইউরোপের কিছু অংশে আবারও গ্যাস সরবরাহ করতে প্রস্তুত রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গ্যাজপ্রম। খবর দ্য গার্ডিয়ানের।
সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত নর্ড স্ট্রিম নেটওয়ার্ক দিয়ে ইউরোপের কিছু অংশে এখনও জ্বালানি পরিবহন করা যেতে পারে; তবে ফেব্রুয়ারিতে জার্মানি নতুন যেই পাইপলাইনটির অনুমোদন বাতিল করেছিল, কেবল সেই পাইপলাইনের মধ্য দিয়েই এই সরবরাহ হবে।
এ বছরের শুরুতে নর্ড স্ট্রিম পাইপলাইনের সরবরাহ ক্ষমতা দ্বিগুণ করতে নর্ড স্ট্রিম ২ পাইপলাইনটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা বাড়তে থাকায়, রাশিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ পাইপলাইনটির অনুমোদন বাতিল করে জার্মানি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইউরোপের বেশকিছু অংশ থেকে তীব্র বিরোধিতার জেরে শেষ পর্যন্ত জার্মানি প্রকল্পটি ছাড়তে বাধ্য হয়।
গত সপ্তাহে সন্দেহভাজন নাশকতার উদ্দেশ্যে নর্ড স্ট্রিম নেটওয়ার্কে ধারাবাহিক বিস্ফোরণে পর সোমবার (৩ অক্টোবর) গ্যাজপ্রম জানিয়েছে, ওই ঘটনায় নর্ড স্ট্রিম নেটওয়ার্কের চারটির মধ্যে তিনটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি এখনও সচল আছে। নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে রুশ গ্যাস জায়ান্ট আরও জানায়, ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য লিকেজগুলো (ছিদ্র) শনাক্ত করতে নর্ড স্ট্রিম ২-এর অপ্রভাবিত লাইন বি-তে চাপ কমিয়েছে সংস্থাটি।
তবে নর্ড স্ট্রিম ২ চালুর জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে অনুমোদনের প্রয়োজন হবে। যেহেতু ক্রেমলিন ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা ক্রমেই গভীর হচ্ছে, তাই এই অনুমোদন পাওয়ার সম্ভাবনা কম বলে উল্লেখ করা হয়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে।
এদিকে, বাল্টিক সাগরে ডেনমার্ক এবং সুইডেনের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কাছে ফেটে যাওয়া তিনটি পাইপলাইন থেকে গ্যাস লিক করা বন্ধ হয়েছে বলে জানিয়েছে গ্যাজপ্রম।
সম্প্রতি নর্ড স্ট্রিম পাইপলাইনগুলোতে ঠিক কী কারণে সমস্যা হয়েছিল, তার যথাযথ কারণ এখনও জানা যায়নি। তবে এ নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো একে অপরকে দোষারোপ করছে।
নর্ড স্ট্রিম এবং নর্ড স্ট্রিম ২-এর প্রতিটির চালান ক্ষমতা বছরে ৫৫ বিলিয়ন কিউবিক মিটার। অর্থাৎ, লাইন বি দিয়ে বাল্টিক সাগর পেরিয়ে জার্মানিতে প্রতি বছর কমপক্ষে ২৭.৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা সম্ভব।
- সূত্র: দ্য গার্ডিয়ান