৪ বছর পর এফএটিএফ'র ধূসর তালিকা থেকে মুক্তি পেল পাকিস্তান
ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর 'ধূসর তালিকা' থেকে মুক্তি পেয়েছে পাকিস্তান। গত চার বছর যাবত 'সন্ত্রাসবাদ' ও 'উগ্রবাদী' কার্যকলাপে আর্থিক মদদ দেওয়ার অভিযোগে এফএটিএফ'র এই তালিকায় রাখা হয়েছিল পাকিস্তানকে।
এফএটিএফ বলছে, আর্থিক প্রতারণা ও সন্ত্রাসবাদকে রুখে দিতে উগ্রবাদী কার্যকলাপে অর্থের যোগান দেওয়া কমিয়েছে পাকিস্তান। তবে ২০১৮ সালের জুন মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত অ্যাকশন প্ল্যান পালনের ক্ষেত্রে নানা ঘাটতি ছিল পাকিস্তানের মধ্যে। কিন্তু পরবর্তী সময়ে পাকিস্তান ডেডলাইন মেটাতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক আন্তঃসরকারি সংস্থাটি।
আন্তর্জাতিক নজরদারি সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান আর এফএটিএফের নজরদারির আওতায় থাকবে না।
জঙ্গিবাদকে আর্থিকভাবে মদদ দেয় পাকিস্থান- বারবার এমন অভিযোগের জেরেই ২০১৮ সালে এফএটিএফের ধূসর তালিকাভুক্ত করা হয়েছিল পাকিস্তানকে।
পাকিস্তানের পাশাপাশি নিকারাগুয়াও এফএটিএফের ধূসর তালিকা থেকে বেরিয়ে এসেছে। অন্যদিকে মিয়ানমারের অবস্থা আরও খারাপ হয়েছে। ধূসর থেকে তারা কালো তালিকায় পৌঁছে গেছে এবার।