রাশিয়ার বিরামহীন ড্রোন হামলা মোকাবিলা করতে করতে ফুরিয়ে যাচ্ছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ইরানের সরবরাহ করা এবং নিজেদের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের একের পর এক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে রাশিয়া। এগুলি মোকাবিলা করতে করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (বস্তুত- ক্ষেপণাস্ত্র ভাণ্ডার) ফুরিয়ে আসছে। খবর সিএনবিসির
এমতাবস্থায়, ইউক্রেনের জরুরি ভিত্তিতে পশ্চিমা বিশ্ব থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সহায়তা দরকার। সোমবার (৭ নভেম্বর) এমন মতপ্রকাশ করেছেন, যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক– রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) বিশ্লেষকগণ।
রাশিয়ার ড্রোন হামলায় বিপর্যয়ের মুখে ইউক্রেন। এতে ধবংস করা হচ্ছে, দেশটির অত্যাবশ্যক জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো।
রুসির বিশেষজ্ঞরা বলেছেন, 'দেশটিকে এপর্যন্ত যা দেওয়া হয়েছে, তাই যথেষ্ট– এমন আত্মপ্রসাদ কাটিয়ে উঠে পশ্চিমা বিশ্বকে খুব শিগগির দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের পদক্ষেপ নিতে হবে'।
সোমবার প্রকাশিত রুসির প্রতিবেদনটি লিখেছেন, সংস্থাটির বিশেষজ্ঞ জ্যাক ওয়াটলিং ও নিক রেনল্ডস জানান।
এতে তারা লিখেছেন যে, 'ইউক্রেনকে যদি কার্যকর স্যাম (ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) সরবরাহ না করা হয়; এবং যদি তাদের বিদ্যমান সক্ষমতাকে পশ্চিমা স্যাম দ্বারা প্রতিস্থাপন না করা হয়—তাহলে অতিবাহিত সময়ের সাথে সাথে রাশিয়া দেশটির আকাশপথের দখল নিয়ে, বড় হুমকি হয়ে উঠবে'।
গতকাল রোববার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত করতে রাশিয়াকে সহযোগিতা দিচ্ছে ইরানের শাসকগোষ্ঠী। 'ইরান যদি আমাদের ওপর আগ্রাসনকারীকে অস্ত্র সহায়তা না দিত– তাহলে এতদিনে আমরা শান্তি অর্জনের (যুদ্ধ সমাপ্তি) কাছাকাছি পৌঁছে যেতাম'।
তিনি আরও জানান, ইউক্রেনের অবকাঠামোয় ব্যাপক হামলা চালানোর জন্য রাশিয়ার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রয়োজন ছিল।
এ বাস্তবতায়, পশ্চিমা দুনিয়ার কাছে আরও আকাশ প্রতিরক্ষা অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানান জেলেনস্কি।
রুসির বিশেষজ্ঞরা এবিষয়ে সহমত পোষণ করে বলেছেন যে, আকাশপথের যুদ্ধে মস্কোর নতুন কৌশল মোকাবিলায় কিয়েভকে জরুরি সহায়তা দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।