জেলেনস্কি শান্তি আলোচনার ১০ দফা শর্ত জানানোর পর পরই ইউক্রেনে ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার
রাশিয়ার মিসাইল হামলায় আবারো কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শহরটির কয়েকটি আবাসিক ভবনেও রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশটির কর্মকর্তারা জানান, রাজধানীসহ অন্তত সাতটি শহরে এই হামলা করা হয়েছে। খেরসন থেকে রুশ বাহিনী প্রত্যাহারের পর এটিই রাশিয়ার করা ব্যাপকতম মিসাইল হামলা। খবর সিএনএন ও বিবিসির
তাৎক্ষনিকভাবে হতাহতের খবর এখনও জানা যায়নি।
এদিকে মঙ্গলবার থেকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শুরু হয়েছে জি-২০ জোটের সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ব নেতাদের সামনে শান্তি আলোচনার ১০ দফা শর্ত তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তার ভাষণের পরই ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
কমপক্ষে ৭০টি মিসাইল ছুঁড়েছে রাশিয়া: ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক বলেছেন, 'ইউক্রেন লক্ষ্য করে এপর্যন্ত প্রায় ৭০টি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে রাশিয়া। শান্তিপ্রিয় ইউক্রেনবাসীকে এর মাধ্যমে ভীতসন্ত্রস্ত করতে চায় মস্কো। কিন্তু, শত্রুরা আমাদের মনোবল ভাঙ্গতে পারবে না। এতে আমাদের ক্ষোভ আরও বাড়বে, বিজয় ছিনিয়ে আনতে আমরা আরও দৃঢ়সংকল্প হব'।
যুদ্ধে লিপ্ত দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, রাশিয়া নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধবংস সক্ষম ক্রুজ মিসাইল ছুঁড়েছে। এগুলি আঘাত হেনেছে কয়েকটি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোতে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎশেস্কো জানান, শহরের দুটি আবাসিক ভবনে আঘাত হেনেছে মিসাইল। চারটি মিসাইলকে আকাশপথেই ধবংস করেছে প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি শহরবসীকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান।