২০৩০ সালের মধ্যেই চাঁদে বাস করবে মানুষ?
চাঁদের মাটিতে শেষবার মানুষ পা রেখেছিল অর্ধ শতাব্দী আগে। এবার সেখানে মানুষের থাকার বন্দোবস্ত করতে যাচ্ছে নাসা। বিবিসি-কে এমনটাই জানালেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার এক কর্মকর্তা।
সম্প্রতি চাঁদে সফলভাবে আর্টেমিস-১ মহাকাশযান অবতরণ করিয়েছে নাসা।
সেই মহাকাশযানের সাথে পাঠানো ওরিয়ন ক্যাপসুলের অন্যতম কারিগর হোয়ার্ড হু এক সাক্ষাৎকারে বিবিসিকে বলেন, "২০৩০ সালের মধ্যে চাঁদে বসবাস শুরু করতে পারবে মানুষ। আমরা চন্দ্রপৃষ্ঠে লোক পাঠাব। তারা ওখানে থেকেই বৈজ্ঞানিক গবেষণা করবেন।"
ওরিয়ন বর্তমানে চাঁদ থেকে প্রায় ১ লাখ ৩৪ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। ১১ ডিসেম্বর পৃথিবীতে ফিরে আসবে ক্যাপসুলটি।
১০০ মিটার লম্বা আর্টেমিস রকেটটি উৎক্ষেপণের মূল কারণই ছিলো মহাকাশে যাওয়ার পর মহাকাশচারীদেরকে সফলভাবে পৃথিবীতে নিয়ে আসা যায় কিনা তা নিশ্চিত করা।
আর্টেমিস ১ মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল ধাপগুলোর মধ্যে একটি হলো ওরিয়নকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা।
ক্যাপসুলটি ঘণ্টায় ৩৮ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, যা শব্দের গতির চেয়েও ৩২ গুণ বেশি। বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলের নিচের ঢালটির তাপমাত্রা বেড়ে ৩ হাজার সেন্টিগ্রেডে উঠবে বলেও জানিয়েছে নাসা।
গত কয়েক মাস ধরে বিস্তর প্রস্তুতি সত্ত্বেও বেশকিছু ত্রুটির কারণে বারবার ব্যর্থ হয় আর্টেমিস-১-এর উৎক্ষেপণ। তবে এবার মহাকাশযানটিতে কোনো মানুষ পাঠানো হয়নি।
হু আশা করছেন, পরেরবার যানটি মহাকাশচারীদের নিয়ে যেতে সক্ষম হবে।
১৯৭২ সালে শেষবার চাঁদের মাটিতে পা রাখে মানুষ।
নাসার পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী অভিযানে চাঁদের দক্ষিণ গোলার্ধে পা রাখবেন বিজ্ঞানীরা। সেখানে প্রায় এক সপ্তাহ ধরে পানির খোঁজ চালাবেন তারা।
তাদের সেই অভিযান সফল হলে পরবর্তী গন্তব্য হবে মঙ্গলগ্রহ।