মারিওপোলে বিশাল সামরিক ঘাঁটি নির্মাণ করছে রাশিয়া
ইউক্রেনের অধিকৃত বন্দর নগরী মারিওপোলে সুবৃহৎ একটি সামরিক ঘাঁটি নির্মাণের মাধ্যমে অঞ্চলটিতে অবস্থান সুসংহত করছে রাশিয়ান সেনাবাহিনী। ভূপর্যবেক্ষণ কোম্পানি মাক্সারের স্যাটেলাইট চিত্রে যা উঠে আসে। খবর বিবিসির
ঘাঁটিটি ইংরেজি অক্ষর 'ইউ' আকৃতির। নগর কেন্দ্রের কাছেই এটি গড়ে তোলা হচ্ছে। ঘাঁটির স্থাপনার ছাদে আঁকা রয়েছে- লাল, সাদা ও নীল রঙের তারকা, যা রুশ সেনাবাহিনীর প্রতীক। সেখানে আরও লেখা আছে– 'রাশিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে মারিওপোলের জনগণের জন্য'।
চলতি বছরের শুরুর দিকে শহরটি অবরুদ্ধ করে মস্কোর অনুগত বাহিনী। নগর দখলের লড়াইয়ে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় অবকাঠামোর।
লড়াই চলাকালে মারিওপোলের ২৫ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে গত মাসে দাবি করেন ইউক্রেনীয় কর্মকর্তারা। জাতিসংঘ নিহতের সংখ্যা ১ হাজার ৩৪৮ জন বলে জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও হাজার খানেক বেশি হতে পারে বলেও উল্লেখ করে।
নগরীর ক্ষতিগ্রস্ত থিয়েটারের চারপাশে অস্থায়ী দেওয়াল তুলে দেওয়া হয়েছে। গত ১৮ মার্চ এখানে এক ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকশ বেসামরিক নাগরিক নিহত হয় বলে ইউক্রেনের অভিযোগ। মানবাধিকার সংস্থা– অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ হামলাকে রাশিয়ার 'সুস্পষ্ট যুদ্ধাপরাধ' বলে উল্লেখ করে।
ইউক্রেনের কর্মকর্তাদের অনুমান, শহরটির ৯০ শতাংশ অবকাঠামো রাশিয়ান গোলাবর্ষণে ধ্বংস হয়ে যায়। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে, মেরামত করা সম্ভব নয়– এ ধরনের ভবন ভেঙে ফেলা শুরু করেছে রুশ বাহিনী।
অন্য কয়েকটি ছবিতে মারিওপোল শহরের মেট্রো স্টেশনে বিপুল পরিমাণ রসদের স্তূপ দেখা গেছে। এখান থেকে নগরবাসীদের খাদ্য ও অন্যান্য নিত্যপণ্য সরবরাহ করছে রুশ কর্তৃপক্ষ। ছবিতে রসদ নিতে আসা বেসামরিক নাগরিকদের লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
দক্ষিণ ও পূর্ব দিকের ইউক্রেনীয় পাল্টা আক্রমণ অভিযানে শহরটিতে রুশ বাহিনীর দখল হুমকির মুখে পড়েছিল। এই প্রেক্ষাপটে- মারিওপোলে রাশিয়া ধীরে ধীরে প্রতিরক্ষামূলক অবকাঠামো গড়ে তুলছে– একথা কিছুদিন ধরেই বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছিল। তারপরেই প্রকাশিত হলো এসব স্যাটেলাইট চিত্র। এতে বিষয়টি নিশ্চিত হলো।
গত মাসে ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তা বলেন, মারিওপোলের দুটি কারখানায় ট্যাংক ও সাঁজোয়া যানের চলাচল বন্ধে ব্যবহৃত 'ড্রাগন টিথ' নামক কংক্রিটের ব্লক উৎপাদন করছে রাশিয়া।
মারিওপোল কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ রাশিয়ার কাছে। এই বন্দর নগরীর মাধ্যমে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে রুশ বাহিনী।